শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
''ভারতী'' পত্রিকার আশ্বিন ১২৮৪ (অক্টোবর ১৮৭৭) সংখ্যায় যে পাঁচটি গান একসঙ্গে প্রকাশিত হয়েছিল, "শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে" গানটি তার মধ্যে অন্যতম।<ref name="rabindrasangeetkosh"/> পত্রিকায় গানটি মুদ্রিত হয়েছিল ‘ভানুসিংহের কবিতা’ শিরোনামে।<ref name="tathyabhandar"/> ''ভানুসিংহ ঠাকুরের পদাবলী'' থেকে ''কড়ি ও কোমল'' কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে (১৩০২ বঙ্গাব্দ) সংকলিত হয়েছিল; কিন্তু বর্তমান সংস্করণে এটি বর্জিত।<ref name="tathyabhandar"/> সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্পাদিত ''কাব্যগ্রন্থাবলী'' গ্রন্থের (১৩০৩) ‘ভানুসিংহের কবিতা’ অংশে<ref name="tathyabhandar"/> এটি ‘অভিসার’ শিরোনামে মুদ্রিত হয়।<ref name="rabindrasangeetkosh"/> এই গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, “ভানুসিংহের অনেকগুলি কবিতা লেখকের ১৫।১৬ বৎসর বয়সের লেখা – আবার তাহার মধ্যে গুটিকতক পরবর্তীকালের লেখাও আছে।” "শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে" এই প্রথম পর্যায়ভুক্ত রচনা।<ref name="rachanabhidhan18"/> এছাড়াও ছাড়াও এই গানটি ''কাব্য-গ্রন্থ'' (১৩২৩) ও ''গীতবিতান'' (দ্বিতীয় সংস্করণ, প্রথম খণ্ড, ভাদ্র ১৩৪৬) সংকলনেও গ্রন্থিত হয়।<ref name="tathyabhandar"/>
 
গানটির স্বরলিপি প্রথম প্রকাশিত হয় ''কেতকী'' (১৩২৬ বঙ্গাব্দ) গ্রন্থে এবং পরে ''স্বরবিতান'' গ্রন্থের একাদশ খণ্ডে।<ref name="rabindrasangeetkosh"/> স্বরলিপিকার ছিলেন [[দিনেন্দ্রনাথ ঠাকুর]]।<ref name="rabindrasangeetkosh"/>