শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশিথযামিনী রে''' (আদি পাঠ: '''সজনি গো, আঁধার রজনী ঘোর ঘনঘটা'''<ref name="rabindrasangeetkosh"/>) হল একটি জনপ্রিয় রবীন্দ্রসংগীত।<ref name="rachanabhidhan1">''রবীন্দ্ররচনাভিধান'', প্রথম খণ্ড, পৃ. ৫৫; উ...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশিথযামিনী রে''' (আদি পাঠ: '''সজনি গো, আঁধার রজনী ঘোর ঘনঘটা'''<ref name="rabindrasangeetkosh"/>) হল একটি জনপ্রিয় [[রবীন্দ্রসংগীত]]।<ref name="rachanabhidhan1">''রবীন্দ্ররচনাভিধান'', প্রথম খণ্ড, পৃ. ৫৫; উদ্ধৃতি: "প্রখ্যাত গায়ক-গায়িকার কণ্ঠে গীত রেকর্ড প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছে।"</ref> এটি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] ''[[ভানুসিংহ ঠাকুরের পদাবলী]]'' (আষাঢ় ১২৯১) কাব্যগ্রন্থের ১৩ সংখ্যক কবিতা<ref name="tathyabhandar">''গীতবিতান তথ্যভাণ্ডার'', পৃ. ৬১৬-৬১৭</ref> এবং কবির গীতি-সংকলন ''[[গীতবিতান]]'' গ্রন্থের ‘প্রকৃতি’ পর্যায়ের অন্তর্গত ‘বর্ষা’ উপপর্যায়-ভুক্ত ৩১ সংখ্যক গান।<ref>''[[গীতবিতান]]'', পৃ. ৪০০</ref> ১২টি ছত্রে বিন্যস্ত<ref name="rachanabhidhan18">''রবীন্দ্ররচনাভিধান'', অষ্টাদশ খণ্ড, পৃ. ২৫</ref> গানটি পিলু-মল্লার রাগ ও ত্রিতালে নিবদ্ধ।<ref name="rabindrasangeetkosh">''রবীন্দ্র-সঙ্গীত-কোষ'', পৃ. ৩০৭</ref>
 
''ভারতী'' পত্রিকার আশ্বিন ১২৮৪ (অক্টোবর ১৮৭৭) সংখ্যায় যে পাঁচটি গান একসঙ্গে প্রকাশিত হয়েছিল, "শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে" গানটি তার মধ্যে অন্যতম।<ref name="rabindrasangeetkosh"/> পত্রিকায় গানটি মুদ্রিত হয়েছিল ‘ভানুসিংহের কবিতা’ শিরোনামে।<ref name="tathyabhandar"/> ''ভানুসিংহ ঠাকুরের পদাবলী'' থেকে ''কড়ি ও কোমল'' কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে (১৩০২ বঙ্গাব্দ) সংকলিত হয়েছিল; কিন্তু বর্তমান সংস্করণে এটি বর্জিত।<ref name="tathyabhandar"/> সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্পাদিত ''কাব্যগ্রন্থাবলী'' গ্রন্থের (১৩০৩) ‘ভানুসিংহের কবিতা’ অংশে<ref name="tathyabhandar"/> এটি ‘অভিসার’ শিরোনামে মুদ্রিত হয়।<ref name="rabindrasangeetkosh"/> এই গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, “ভানুসিংহের অনেকগুলি কবিতা লেখকের ১৫।১৬ বৎসর বয়সের লেখা – আবার তাহার মধ্যে গুটিকতক পরবর্তীকালের লেখাও আছে।” "শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে" এই প্রথম পর্যায়ভুক্ত রচনা।<ref name="rachanabhidhan18"/> এছাড়াও ছাড়াও এই গানটি ''কাব্য-গ্রন্থ'' (১৩২৩) ও ''গীতবিতান'' (দ্বিতীয় সংস্করণ, প্রথম খণ্ড, ভাদ্র ১৩৪৬) সংকলনেও গ্রন্থিত হয়।<ref name="tathyabhandar"/>