ভূষণছড়া গণহত্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন, সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন, পরিষ্কারকরণ
তথ্যসূত্র যোগ/সংশোধন
১৭ নং লাইন:
| date = ৩০ মে, ১৯৮৪ সাল
| type = জাতি নির্মূল করা, [[গণহত্যা]]
| fatalities = ৪০০ <ref name="Parbattanews">{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=https://www.parbattanews.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/|শিরোনাম=ঐতিহাসিক ভূষণছড়া গণহত্যা দিবস আজ|অবস্থান= |কর্ম= |প্রকাশক=''[[Parbattanews]]''|তারিখ=৩ মে ২০১৪|সংগ্রহের-তারিখ=}}</ref><ref name="nayashatabdi">{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=https://www.nayashatabdi.com/country/858|শিরোনাম=ঐতিহাসিক ভূষণছড়া গণহত্যা দিবস আজ|অবস্থান= |কর্ম= |প্রকাশক=''[[nayashatabdi]]''|তারিখ=৩১ মে,২০২১|সংগ্রহের-তারিখ=}}</ref>
| injuries =
| victims = <!-- or | victim = -->
৩০ নং লাইন:
 
== প্রেক্ষাপট ==
রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও তার পাশ্ববর্তী এলাকার বাঙ্গালীরা এই নির্মম গণহত্যার শিকার। যে ঘটনার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টা সময়ে হত্যা করা হয়েছে চার শতাধিক মানুষ । এবং আহত করা হয়েছে আরও সহস্রাধিক মানুষ। নিশ্চিহ্ন হয়ে গেছে একটি জনপদ। সত্তরের দশকের শেষদিকে জনসংখ্যার সুষম বণ্টন এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র এবং ভূমিহীন মানুষদের চট্টগ্রামের সরকারি খাস জমিতে পূর্নবার্সন করে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং এর সশস্ত্র সামরিক শাখা শান্তিবাহিনী পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনবার্সনপূনবার্সন মেনে নেয় নি। এর জন্যই ঘটে এই নৃশংসতা।
 
ভূষণছড়া রাঙামাটি পার্বত্য জেলা থেকে প্রায় ৫৫ দশমিক ৫ কিলোমিটার পূর্ব ও উত্তরে অবস্থিত একটি দুর্গম জনপদ। রাঙামাটি জেলাসদর থেকে নৌকায় ৭৬ কিলোমিটার পাড়ি দিয়ে ছোট হরিণা। সেখান থেকে আরও ৫ কিলোমিটার ভেতরে ভূষণছড়া একটি ক্ষুদ্র পাহাড়ী জনপদ। এ এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী এবং যে কোনো সন্ত্রাসী কর্ম কাণ্ড করে সহজেই ভারতে পারিয়ে যাওয়া সম্ভব। কর্ণফুলী নদীর তীরবর্তী ভূষণছড়া তিন দিকে পাহাড়ঘেরা। ভৌগোলিক এ সব কারণেই গণহত্যার জন্য সেদিন শান্তিবাহিনীর সন্ত্রাসীরা ভূষণছড়াকে বেছে নিয়েছিল বলে ধারণা করে ভূষণছড়ার মানুষ।য় বাসিন্দারা। মনিস্বপন দেওয়ানের নেতৃত্বে শান্তিবাহিনীর একদল নারী-পুরুষ মিলে গভীর রাতে এই হত্যাকাণ্ড চালিয়েছিল।<ref>[https://www.jamuna.tv/news/222451 পার্বত্য এলাকার সবচেয়ে বড় গণহত্যা]</ref><ref>[https://samakal.com/todays-print-edition/tp-last-page/article/2105101388/%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87 শোক ও ক্ষোভের অশ্রু গণকবরে]</ref>