পঞ্চায়েত প্রথা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৩ নং লাইন:
'''পঞ্চায়েত, সরপঞ্চ বা মোখিয়া, ইউনিয়ন পঞ্চায়েত প্রথা''' (পঞ্চায়েত রাজ বা গ্রাম পরিষদ) হল [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশে]] উদ্ভূত এক ধরনের শাসন ব্যবস্থা যা প্রধানত [[বাংলাদেশ]], [[ভারত]], [[পাকিস্তান]], [[নেপাল]] এবং [[শ্রীলঙ্কা]]য় বিদ্যমান। এটি ভারতীয় উপমহাদেশের [[স্থানীয় সরকার|স্থানীয় সরকারের]] প্রাচীনতম ব্যবস্থা। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা মতে ২৫০ খ্রিস্টাব্দ থেকেই এ প্রথার প্রচলন ছিল।<ref name="haha">{{Citation | title= Political Institutions & Administration | author= P.B. Udgaonkar | publisher= Motilal Banarasidass Publishers, 1986 | isbn= 978-81-20-82087-6 | url= https://books.google.com/books?id=Jdoym34QydQC&pg=PA210 | quote= ''... these popular courts are first mentioned by Yajnavalkya and then by Narada, Brishaspati, Somadeva and Sukra. These writers covered a period of about a thousand years, c. 100 to 1950 A.D., and they could not have mechanically referred to the popular courts if they were not actually functioning ...''}}</ref> "পঞ্চায়েত" শব্দের অর্থ পাঁচ (পঞ্চ) জনের "পরিষদ" (আয়েত)। ঐতিহ্যগতভাবে পঞ্চায়েতগুলো স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য জ্ঞানী ও সম্মানিত প্রবীণদের নিয়ে গঠিত হয়। তবে, স্থানভেদে এ জাতীয় পরিষদের গঠনে ভিন্নতা রয়েছে। ঐতিহ্যগতভাবে, এই পরিষদ ব্যক্তি পর্যায়ের এবং গ্রাম পর্যায়ের বিভিন্ন বিরোধ মীমাংসা করে থাকে। বা এটা গ্রাম মহলের পূর্বেকার চেয়ারম্যানের একটি পদবী।
 
তৎসময় পাড়া মহল্লা নকশা মৌজায় বেষ্ঠিত ছিল না। দুই মৌজার অন্তর্গত জনগোষ্ঠি বসবাসকারী নিয়ে মহল্লা বা পাড়া গ্রাম পঞ্চায়েত বঠে। তখন ঐ মহল্লার প্রধানকে সদস্য করে অনুরূপ কয়েক পাড়ার প্রধানকে নিয়ে সরপঞ্চ বা মৌখিয়া বলা হত। কয়েক সরপঞ্চ এলাকা নিয়ে চৌকিদার পঞ্চায়েত গঠিত হয়। তৎসময় বিভিন্ন শাসনামলে চৌকিদার পঞ্চায়েত হতে নাম পরিবর্তন ঘটে। আদৌ বর্তমান ইউনিয়ন পরিষদে ভৌগলিকভৌগোলিক অবস্থান গঠিত সম্পূর্ণ মৌজা ওয়ারী ও আংশিক মৌজা নিয়ে ইউনিয়নে ভৌগলিকভৌগোলিক অবস্থান নির্ণয় ভারতীয় উপমহাদেশে বেষ্ঠিত আছে।
 
পঞ্চায়েতের প্রধানকে স্থানভেদে ''মুখিয়া, সরপঞ্চ'' বা ''প্রধান'' বলা হয়। নির্বাচন অথবা জনসাধারণের স্বীকৃতির মাধ্যমে তিনি এ পদে অধিষ্ঠিত হন। উল্লেখ্য, ঐতিহ্যগত পঞ্চায়েত প্রথা, ভারতের আধুনিক পঞ্চায়েত রাজ ও এর গ্রাম পঞ্চায়েতগুলো আর [[উত্তর ভারত|উত্তর ভারতের]] খাপ পঞ্চায়েত (বা বর্ণবাদী পঞ্চায়েত) মোটেও এক নয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি | শিরোনাম = Panchayats turn into kangaroo courts | তারিখ = 9 September 2007 |লেখক১=Mullick, Rohit |লেখক২=Raaj, Neelam |lastauthoramp=yes |সংবাদপত্র= The Times of India | ইউআরএল = http://timesofindia.indiatimes.com/Opinion/Sunday_Specials/Panchayats_turn_into_kangaroo_courts/rssarticleshow/2351247.cms }}</ref>