একিউএম বদরুদ্দোজা চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩২ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
বদরুদ্দোজা চৌধুরী [[নভেম্বর ১]], ১৯৩২ সালে [[কুমিল্লা|কুমিল্লায়]] তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।<ref name="bikrompur">{{বই উদ্ধৃতি | শিরোনাম=বিক্রমপুর ইতিহাস ও ব্যক্তিত্ব | লেখক=মোঃ আজহারুল ইসলাম | বছর=২০১০ | প্রকাশক=নওরোজ সাহিত্য সম্ভার | অবস্থান=ঢাকা | পাতাসমূহ=১৭৯-১৮০ | আইএসবিএন=978-984-33-1362-1}}</ref> [[ঢাকা|ঢাকার]] ঐতিহ্যবাহী [[সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়|সেইন্ট গ্রেগরী হাইস্কুল]] থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক এবং [[ঢাকা কলেজ]] থেকে ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর [[ঢাকা মেডিকেল কলেজ]] হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বদরুদ্দোজা চৌধুরী [[লন্ডন|লন্ডনে]] অবস্থিত কারফিউ এন্ড এডিনবার্গ থেকে চিকিৎসা শাস্ত্রেরচিকিৎসাশাস্ত্রের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। বদরুদ্দোজা চৌধুরীর বাবা প্রয়াত [[কফিল উদ্দিন চৌধুরী]] ছিলেন একজন প্রতিষ্ঠিত ও খ্যাতনামা উকিল। এছাড়াও তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন প্রাদেশিক পরিষদেপরিষদের মন্ত্রী হিসেবে ভুমিকা পালন করেন।মন্ত্রী। জনাব বি.চৌধুরী তার নানাবাড়ি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন কাটে ঢাকার ঐতিহ্যবাহী [[সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়]], [[ঢাকা মেডিক্যাল কলেজ]] ও [[লন্ডন]], [[এডিনবরা]] ও গ্লাসগো রয়াল কলেজ এ। [[সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়]] থেকে তিনি মাধ্যমিক পাস করেন মেধা তালিকায়মেধাতালিকায় দ্বিতীয় স্থানে থেকে। পরবর্তীতে [[ঢাকা মেডিকেল কলেজ]] থেকে বিদেশে উচ্চতর অধ্যয়নের জন্য নির্বাচিত হন।
 
জনাব চৌধুরী তার কর্মজীবন শুরু করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচাইতে নবীন প্রফেসরঅধ্যাপক হিসেবে। তিনি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভুমিকাভূমিকা পালন করেন এবং ষাটের দশকের শেষের দিকে জনপ্রিয় টিভি অনুষ্ঠান "আপনার ডাক্তার" এর উপস্থাপক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ১৯৭৭ সালে প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান এর সরকারে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ১৯৭৯ সালে [[বাংলাদেশ জাতীয়তাবাদী দল|বিএনপির]] প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন।
 
== রাজনৈতিক জীবন, ১৯৭৫-১৯৮১ ==