ধাত্রীদেবতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''''ধাত্রীদেবতা''''' হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। ১৯৩৪ সালে ''বঙ্গশ্রী'' পত্রিকায় ''জমিদারের মেয়ে'' নামে ছোটো আকারে এটি প্রথম প্রকাশিত হয়। ১৯৩৯ সালে ''ধাত্রী...
(কোনও পার্থক্য নেই)

১৮:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

ধাত্রীদেবতা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। ১৯৩৪ সালে বঙ্গশ্রী পত্রিকায় জমিদারের মেয়ে নামে ছোটো আকারে এটি প্রথম প্রকাশিত হয়। ১৯৩৯ সালে ধাত্রীদেবতা নামে পরিবর্ধিত আকারে উপন্যাসটি প্রকাশিত হয় শনিবারের চিঠি পত্রিকায়। এই উপন্যাসের মূল উপজীব্য এক ক্ষয়িষ্ণু জমিদার বংশকে কেন্দ্র করে সমকালীন ভারতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তন। সমালোচক শিশিরকুমার দাশের মতে, এই উপন্যাসের বৈশিষ্ট্য হল "ব্যক্তিগত আদর্শবাদ, পারিবারিক সংঘাত ও বৃহত্তর সামাজিক জীবনের সহিত ব্যক্তিজীবনের সমন্বয়"।[১]

তথ্যসূত্র

  1. শিশিরকুমার দাশ (সংকলিত ও সম্পাদিত), সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০৩, পৃ. ১০৭