জহর রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
রচনাশৈলী
১৪ নং লাইন:
}}
 
'''জহর রায়''' (১৯ সেপ্টেম্বর ১৯১৯ - ১১আগস্ট ১৯৭৮) <ref name=roy>{{বই উদ্ধৃতি |শিরোনাম=Cultural news from India|খণ্ড= 18|বছর=1977 |প্রকাশক=[[Indian Council for Cultural Relations]] |পাতাসমূহ=36–9}}</ref> তিনি একজন ভারতীয় অভিনেতাঅভিনেতা। এবংতবে তিনি বাংলা চলচ্চিত্রের কৌতুক-অভিনেতা অভিনেতা।হিসাবে বেশি পরিচিত। [[ভানু বন্দ্যোপাধ্যায়]] সাথে তার কৌতুক চলচ্চিত্রেরঅভিনয় জন্যবাংলা তিনিছবিতে ভানু-জহর কমেডি যুগের পরিচিতসূচনা ছিলেনকরেছিলো।
 
রায় বরিশালের (বর্তমান বাংলাদেশের) মহিলারায় একটি বাঙালি বৈদ্য পরিবার জন্মগ্রহণ করেছেন। রায় অভিনেতা হলে অনেক ফ্যান ফলো করেছিলো তাকে।সবাইতাকে। সবাই তাকে ধন্যবাদ দিলো তার রোলি পলি বিল্ডের অভিনয়ের জন্য, তিনি সিনেমাতে সিরিয়াস কমেডি যুক্ত করেন এমন পরিচালকদের প্রায়শই পছন্দ ছিল। রায়ের প্রথম প্রধান চলচ্চিত্রের ভূমিকাগুলি অর্ধেন্দু মুখার্জি পরিচালিত পূর্ববাগপূর্বরাগ এবং বিমল রায় পরিচালিত অঞ্জনগড় (১৯৪৮) এ ছিলেন <ref name=roy/> তার অগণিত পারফরম্যান্সের মধ্যে ধোনি মিয়ে, ছাদম্বেষী এবং ভানু গোয়েদা জাহোর সহকারী সত্যজিৎ রায়ের পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যদিও একটি ছোট্ট ভূমিকা, রায় পরশ পাথরে তুলসী চক্রবর্তী পুরুষ কর্মচারীর চরিত্রে অভিনয় করেছিলেন। গুপি জ্ঞান বাঘা বাইনে সেখানে এক নির্লিপ্ত ভূমিকা ছিল যেখানে তিনি একজন নির্দোষ ও শান্তি-প্রেমী রাজার কুটিল যুদ্ধ-প্রেরণা মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ছদ্মবেশী তে ছো ছো ছো ক্যা শরম কি বাত গানটিও পরিবেশন করেছিলেন। তার কেরিয়ারের শেষে, যখন তিনি অসুস্থ ছিলেন, তখন তিনি ঋত্বিক ঘটকের আত্মজীবনীমূলক চলচ্চিত্র মুক্তি তক্কো আর গাপ্পোতে একটি ক্যামিও করেছিলেন <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.gomolo.in/People/PeopleBiographyUser.aspx?pplid=515&bioID=629146|শিরোনাম=Biography of Jahar Roy|শেষাংশ=Mukherjee|প্রথমাংশ=Joy|তারিখ=11 August 2008|প্রকাশক=Gomolo|সংগ্রহের-তারিখ=4 May 2010}}</ref>
 
==উলেখ্যযোগ্য চলচ্চিত্র==