উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৬০ নং লাইন:
 
* {{মন্তব্য}} (সা.) না দেওয়ার রীতি সব উইকি মানে না। উইঘুর, [[:ms:Nabi Muhammad SAW|মালয়]] ইত্যাদি উইকিপিডিয়ায় নিবন্ধের শিরোনামেই (সা.)-এর সমতুল্য শব্দ ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে সম্প্রদায়ের কনক্লুসিভ আলোচনার সত্যিই প্রয়োজন আছে। — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৫:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
* {{সমর্থন}} করছি। আমার মতে নিবন্ধের শিরোনাম পরিবর্তন না করলেও, নিবন্ধের শুরুতে নামের শেষে ব্যবহার করা যেতে পারে। প্রতিবার নামের শেষে উল্লেখ না করলেও হবে। '''[[ব্যবহারকারী:Prodipto Deloar|Prodipto Deloar]]''' ([[ব্যবহারকারী আলাপ:Prodipto Deloar|আলাপ]] • [[বিশেষ:অবদান/Prodipto Deloar|অবদান]] • [[বিশেষ:লগ/Prodipto Deloar|লগ]]) ০১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
* {{বিরোধিতা}} এরকম হাজারও ব্যক্তির সহস্র পদবী উইকিতে ব্যবহার করা সম্ভব না। এখন কোন ধর্মে কোনটি বাধ্যতামূলক সেটা মেনে তো নিরপেক্ষতা নীতি থেকে চলে আসা উচিত না। আজ মুহাম্মাদের শেষে সা. যুক্ত করার হিড়িক পড়লে, কাল কারও নামে শ্রী শ্রী যুক্ত করার হিড়িক পড়বে কি-না কে জানে। অবশেষে দেখা যাবে একটা অসুস্থ প্রতিযোগিতা চলবে শ্রী-হযরতের মধ্যে (এখন যে হয়না তা কিন্তু না! তবে নিরপেক্ষতার নীতি দেখিয়ে তা পাশ কাটানো যায়। কিন্তু পরে আর সেই সুযোগটি থাকছে না)। তাছাড়া উইকিপিডিয়ার সব পাঠক মুসলিম না। তাহলে বাক্যের মধ্যে ধর্মীয় শব্দ জুড়ে দেওয়া হবে কেন। আর সাল্লাল্লাহু আলা... তো কোন পদবীও না (আপনিও এমনটাই বলেছেন), সরাসরি ধর্মীয় একটা বাক্য! তাহলে হিন্দু পাঠকদেরকে কেন এটা পড়তে বাধ্য করা হবে? (বাক্যে থাকলে তো পড়তে হবেই)! সম্প্রতি দেখলাম বাংলায় (সা.) বা (সাঃ) লেখার পরিবর্তে অনেক নিবন্ধে সরাসরি আরবি ব্যবহার করা হচ্ছে (এটাতো একেবারে বাতুলতা! বাংলা উইকিপিডিয়ায় কারও নামের শেষে আরবি রাখতে হবে কেন!)। আরেকটি কথা হল, অন্য উইকিতে সা. ব্যবহার করা হয় এই যুক্তি মানলে, অনেক উইকিতে ব্যবহার হয় না সেটাও খেয়াল রাখতে হবে। তাই তুলনা করা উচিত হবে না বলে আমার ধারণা। যাক্‌গে এইসব ইস্যু কেন সামনে আসে বারবার বুঝিনা। [[ব্যবহারকারী:Hirok Raja|Hirok Raja]] ([[ব্যবহারকারী আলাপ:Hirok Raja|আলাপ]]) ০২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
*: {{পিং|Hirok Raja|আফতাবুজ্জামান}} এখানে ধর্মীয় বাধ্যবাধকতার প্রশ্ন আছে; অন্যক্ষেত্রে সেরকমটা নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, নতুন একজন ব্যবহারকারী এসে সেইসব নিবন্ধে এইসব শব্দগুচ্ছ বসিয়ে দিচ্ছে; আরেকজনকে সেগুলো আবার বাতিল করতে হচ্ছে। আমি (সা.) ইত্যাদি দেওয়া বিষয়ে নিরপেক্ষ; অর্থাৎ কোনো অবস্থানেই যাচ্ছি না। তবে, (সা.) ইত্যাদি দেওয়া হবে বলে, অন্য ধর্মও প্রতিযোগিতায় নামবে; আর একটা মেনে হয়েছে বলে, অযৌক্তিক বাকিগুলোও মেনে নিতে হবে, তার তো কোনো ভিত্তি নেই। “পোপ ফ্রান্সিস” লিখুন, “মাদার তেরেসা” বলুন ঠিক আছে; “রামকৃষ্ণ পরমহংস” বলুন ঠিক আছে; কিন্তু কেউ “শ্রী শ্রী বাবা দয়ানন্দ ঠাকুর প্রভুজি মহারাজ” লিখতে চাইলে তা অযৌক্তিক বিবেচনায় সরানো হবে না কেন? আবার আরেকটা বিষয়ও বিবেচনায় আনতে হবে। মুহাম্মদের পরে (সা.) লেখায় ধর্মীয় বাধ্যবাধকতা যেমন আছে, তেমনি প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইসলামসম্পর্কিত নিবন্ধে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। বাকিদের নবিদের নামের সাথেও (আ.) যুক্ত করতে হবে, সাহাবিদের নামের সাথে (রা.) যুক্ত করতে হবে। এমনকি যেসব পীরদের নামে নিবন্ধ আছে, তাদের নামের সাথেও লোকজন (রহ.) যুক্ত করতে থাকবে। সব মিলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই দুইটি দিক বিবেচনায় আমি কোনো পক্ষেই যাচ্ছি না। — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৪:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
* {{মন্তব্য}} এমন সিদ্ধান্ত নিলে তা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে নিরপেক্ষ হবে না। তবে ধর্মীয় বাধ্যবাধকতাকে অমান্য করতে বলছি না। যারা নিরপেক্ষ হতে পারছেন না, অন্য বিষয়ে অবদান রাখা চালিয়ে যান। প্রয়োজন হলে, আলাপ পাতায় মন্তব্য করুন এবং নতুন নিবন্ধ উপপাতায় তৈরি করে পর্যালোচনার জন্য জমা দিন। অন্য কেউ হয়তো নিরপেক্ষভাবে পরিবর্তনের কাজটি করে দিবেন। আর হ্যাঁ, আমিও মনে করি নিরপেক্ষতার কারণে অন্যান্য ক্ষেত্রেও এমন করা উচিত। যেমন: [[মহান আলেকজান্ডার]] শিরোনাম থেকে 'মহান' বাদ দেয়া। এবং অন্য উইকিপিডিয়ায় অনিরপেক্ষ লেখার ব্যাপারে কিছু বলতে পারছি না। &#8212; <span title="Ahmad Kanik" style="font-variant:small-caps;color:#506070">AKanik</span> [[User talk:Ahmad Kanik|&#128172;]] ০৫:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)