চাপরাশিরহাট ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সার্বিক সম্পাদনা
Kobita35 (আলোচনা | অবদান)
ইতিহাস ও প্রশাসনিক অংশ প্রসারণ । শিক্ষা যোগ ।
১ নং লাইন:
'''চাপরাশীর হাট''' বাংলাদেশের [[নোয়াখালী জেলা|নোয়াখালী জেলায়]] জেলায় [[কবির হাট উপজেলা|কবির হাট]] উপজেলার অন্তর্গত পূর্ব প্রান্তের একটি ইউনিয়ন। এই ইউনিয়ন চাপরাশীর হাট নামক বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট একটি গ্রামীনগ্রামীণ শহর এবং তত্‍সংলগ্ন গ্রামসমূহ নিয়ে গঠিত ।
==ইতিহাস==
এই ইউনিয়নের দক্ষিণাংশের "লামছি" নামযুক্ত দুটি গ্রাম এবং দক্ষিণের ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের নামের সূত্র ধরে স্থানীয় ইতিহাস থেকে জানা যায়, এই গ্রামগুলো নদীর তীরে অবস্থিত ছিল । সম্ভবতঃ ভাটার পর নদীর তীরের ঢালু জায়গাকে "লামছা" বলা হত ।
বর্তমানে সমুদ্র উপকূল থেকে বেশ দূরে অবস্থিত হলেও মূলতঃ উপকূলীয় অঞ্চলের মত্‍স সম্পদ, দই, ফসল, কুটির শিল্প প্রভৃতির বাণিজ্য কেন্দ্র হিসেবেই খ্রিষ্টিয় উনবিংশ শতকে চাপরাশীর হাট গড়ে ওঠে । শেখ চুনী হাজী ওরফে চুনী ব্যাপারী নামের এক ব্যবসায়ী ও মোহাম্মদ হোসেন নামের এক চাপরাশী এই বাজার প্রতিষ্ঠা করেন বলে জমির দলিল সূত্রে জানা যায় । বাজারটিচুনী বর্তমানেব্যাপারী কবির হাটচাপরাশীর কাছ থেকে অমরপুরের জমিদার ভগবান চৌধুরী বাজারের এক-তৃতীয়াংশ ক্রয় করেন, সেই অংশটি পরে ক্রয় করেন উপদ্দিলামছি গ্রামের তালুকদার আসলাম হাজী ও উপজেলারউমেদ সর্ববৃহত্‍আলী বাণিজ্যকেন্দ্রহাজী
বাজারের পাশ ঘেঁষে বয়ে গিয়েছে চাপরাশী খাল । মাংস ব্যবসায়ীদের দ্বন্দ্বের সমাধান করতে গিয়ে বিংশ শতকের ষাটের দশকে খালের পূর্ব পাড়ে [[কোম্পানীগঞ্জ উপজেলা (নোয়াখালী)|কোম্পানীগঞ্জ]] উপজেলার [[চরফকিরা ইউনিয়ন|চরফকিরা ইউনিয়নের]] চরকালি গ্রামে বাজার সম্প্রসারিত হয় । শান্তির হাট নামের ওই অংশ দিনদিন সম্প্রসারিত হয়ে এখন "চাপরাশীর হাট পূর্ব বাজার" নামে পরিচিত । মূল বাজারটি বর্তমানে কবির হাট উপজেলার সর্ববৃহত্‍ বাণিজ্যকেন্দ্র ।
এই ইউনিয়নের রামেশ্বরপুরে জন্ম নিয়েছেন কথাসাহিত্যিক [[আবদুশ শাকুর]] এবং জাতীয় পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক আ ন ম শাহজাহান । মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদ নেতা [[আ স ম আবদুর রব|আ স ম আবদুর রবের]] পিতামহের বাড়িও এখানে ।
নোয়াখালীর ইতিহাস লেখকদের মতে "নোয়াখালীর কোতোয়ালি থানার পূর্ব প্রান্তস্থিত কোন এক গ্রামেই সুলতান [[ফখরুদ্দীন মুবারক শাহ]]'র জন্ম হয় বলে ধারণা করা হয়"(ডঃ খালেদ মাসুকে রসুল, নোয়াখালীর লোকসাহিত্যে জনজীবনের পরিচয়, বাংলা একাডেমী ১৯৯২) । সেই অনুসারে চাপরাশীর হাট ইউনিয়নেই এই সুলতানের জন্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী । ফখরুদ্দীন প্রথম জীবনে নোয়াখালীর সমুদ্র উপকূলে লবন শ্রমিক হিসেবে কাজ করতেন ।
==প্রশাসনিক==
চাপরাশীর হাট নোয়াখালীর [[ঘোষবাগ ইউনিয়ন|ঘোষবাগ ইউনিয়নের]] অংশ ছিল । পাকিস্তানি শাসনামলে চাপরাশীর হাট ইউনিয়নতত্‍কালীন পরিষদেরসুধারাম থানা তথা নোয়াখালী সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়নের মর্যাদা পায় । ২০০৬ সালে কবির হাট উপজেলা গঠিত হলে চাপরাশীর হাট তাতে অন্তর্ভূক্ত হয় । সম্প্রতি ইউনিয়নের দক্ষিণাংশ বিভক্ত হয়ে [[ধানশালিক ইউনিয়ন]] গঠিত হয় । বর্তমানে এই ইউনিয়নে অন্তর্ভূক্ত গ্রামগুলো হল উপদ্দিলামছি, অমরপুর, শুক্লামুদ্দি, সাগরপুর, নরসিংহপুর, রামেশ্বরপুর ও রামেশ্বরপুর লামছি । নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
==শিক্ষা প্রতিষ্ঠান==
 
এই ইউনিয়নে একটি কলেজ রয়েছে। ১৯৯৫ সালে স্থানীয় জনগণের উদ্যোগে চাপরাশীর হাট কলেজ নামে প্রতিষ্ঠিত কলেজটির বর্তমান নাম চাপরাশীর হাট ইসমাঈল কলেজ ।
এলাকার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চাপরাশীর হাট এ রব সিনিয়র মাদ্রাসা। স্থানীয় তালুকদার আবদুল গণি মিয়া ১৯০১ সালে [[জৈনপুর|জৈনপুরী]] মওলানা আবদুর রবের নামে এটি প্রতিষ্ঠা করেন । এই প্রতিষ্ঠানে এবদেতায়ী প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত শিক্ষা দেয়া হয় ।
এছাড়াও রয়েছে ইউনিয়নের সর্ববৃহত্‍ শিক্ষালয় চাপরাশীর হাট উচ্চ বিদ্যালয় (১৯৬৮) , এম এম উচ্চ বিদ্যালয়, চাপরাশীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৯৩৪), মোশারয়ফ হোসেন উচ্চ বিদ্যালয়, ৩টি কিন্ডারগার্টেন এবং আরো বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
[[Category:বাংলাদেশের ইউনিয়ন]]