চুখাম্‌ফা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ব্রাহ্মন > ব্রাহ্মণ (By FindAndReplace)
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১ নং লাইন:
{{আহোম রাজবংশ}}
'''চুখাম্‌ফা''' ({{lang-en|Sukhaamphaa}}) [[আহোম সাম্রাজ্য|আহোম সাম্রাজ্যের]] ১৬তম রাজা ছিলেন। ১৫৫২ সনে তিনি রাজসিংহাসনে বসেন। চুখাম্‌ফা সুদীর্ঘ ৫১ বৎসর পর্যন্ত আহোম রাজ্য শাসন করেছিলেন। একবার তিনি শিকার করার সময় হাতি দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে পঙ্গু হন । পঙ্গু শব্দের অসমীয়া অর্থ হচ্ছে খোরা তাই তার অপরনাম খোরা রাজা। একবার সাতজন আহোম রাজকুমার মিলে চুখাম্‌ফাকে হত্যা করার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের কথা জানতে পেরে রাজা তাদেরকে বন্দী করেন কিন্তু আহোম রাজ্যের উচ্চপদস্থ ও বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী তিনি অপরাধীদের কোন দণ্ড না দিয়েই ছেড়ে দেন। কিছুদিন পর ষড়যন্ত্রকারীরা পুনরায় একই আচরনআচরণ করে। এইবার রাজা তাদের মৃত্যুদণ্ড দেন।<ref name="সোণর অসম">{{বই উদ্ধৃতি | শিরোনাম=সোণর অসম | প্রকাশক= শ্রী খগেন্দ্রনারায়ণ দত্তবরুৱা; লয়ার্ছ বুক ষ্টল, পাণবজার, গুৱাহাটী | লেখক= ভূপেন্দ্রনাথ চৌধুরী | লেখক-সংযোগ= দশম অধ্যায়: চুডাংফা বা বামুণী কোঁৱর | বছর= ১৯৯৫ | অবস্থান= গুৱাহাটী | পাতাসমূহ= ৫৭, ৫৮, ৫৯ পৃষ্ঠা}}</ref>
==রাজত্বকাল==
পশ্চিম দিক থেকে যাতে আহোম সাম্রাজ্য কেউ আক্রমণ করিতে না পেরে তাই তিনি দুর্গ নির্মাণ করেছিলেন। তার রাজত্বকালে [[নরা রাজা]], [[শুতীয়া রাজ্য|শুতীয়া রাজা]] ও [[নগা রাজা]] বিদ্রোহ করেছিলেন যদিও তিনি তাদের দমন করতে সক্ষম ছিলেন। চুখাম্‌ফার রাজত্বকালে অসমে প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল। একবার বড় ভূমিকম্প ও বন্যা হয়েছিল।<ref name="সোণর অসম" />