জে এফ আর জ্যাকব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৫৫ নং লাইন:
প্রথমেই তিনি ঢাকাকে দখলমুক্ত করার পরিকল্পনা করেন। এর জন্য তিনি সুচারুভাবে এবং বুদ্ধিমত্তার সাথে অগ্রসর হন।
 
তার পরিকল্পনা অবশেষে সফল হয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানিদের ঢাকা থেকে হটাতে সফল হয়। দখলের পর তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সকল যোগাযোগ মাধ্যম ধ্বংস করেন। তিনি তিন সপ্তাহের মধ্যে ঢাকা দখলের পরিকল্পনা করেন, কিন্তু তা হয়ে যায় এক রাতের ভিতরেই। তারপর ধীরে ধীরে আরো অনেক স্থান দখল করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনীসেনাবাহিনী।
</div>জ্যাকব বুঝতে পারেন যে, দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে কোনো ফলাফল লাভ সম্ভব হবে না। তাই তিনি [[আমির আবদুল্লাহ খান নিয়াজী|জেনারেল নিয়াজিকে]] পাকিস্তান সেনাবাহিনীসহ ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বলেন। তিনি নিয়াজির কাছে আত্মসমর্পণের খসরা পাঠিয়ে দেন। উক্ত দিন সকালে জ্যাকব [[শ্যাম মানেকশ’|শ্যাম মানেকশর]] ফোন পান এববং তিনি তাকে বলেন ঢাকায় গিয়ে আত্মসমর্পণের প্রস্তুতি নিতে। তারপর তিনি আত্মসমর্পণ দলিল হাতে নিয়ে &nbsp;ঢাকায় পৌঁছান এবং আত্মসমর্পণের প্রস্তুতি নিতে থাকেন। আত্মসমর্পণের অনুষ্ঠান সংগঠিত করতে তিনি [[জেনারেল নাগরা]]কে দুটি চেয়ার, একটি টেবিল জোগাড় করতে এবং ঢাকা শহর বিমানবন্দর, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও একটি যৌথ গার্ড অব অনারের আয়োজন করতে বললেন। তারপর পাকিস্তান বাহিনী ৩০মিনিট সময়ে এক বিনাচুক্তির আত্মসমর্পণ সম্পন্ন করে।&nbsp;
 
[[আমির আবদুল্লাহ খান নিয়াজী|নিয়াজি]] পরবর্তীতে দাবি করেন যে, জ্যাকব তাকে '''ব্লাকমেইলের''' মাধ্যমে আত্মসমর্পণে রাজী করেছিলেন।&nbsp;<ref name="hindustantimes1"><cite class="citation web">[http://www.hindustantimes.com/News-Feed/ColumnsOthers/A-victory-and-little-else/Article1-782921.aspx "A victory, and little else"] {{ওয়েব আর্কাইভ|url=https://web.archive.org/web/20120314114120/http://www.hindustantimes.com/News-Feed/ColumnsOthers/A-victory-and-little-else/Article1-782921.aspx |date=১৪ মার্চ ২০১২ }}. </cite></ref> ৯৩ হাজার সৈন্য সাথে নিয়ে নিয়াজি আত্মসমর্পণ করেন। এখানে আরেকটি বড় ব্যাপার হচ্ছে, ঢাকায় তখন প্রায় ৩০ হাজার পাকিস্তানি সৈন্য উপস্থিত ছিল, অপরদিকে ভারতীয় সৈন্য ছিল মাত্র ৩ হাজার। অর্থাৎ অনুপাতে ১০:১। এক্ষেত্রে জ্যাকব অনেক বুদ্ধিমত্তার পরিচয় দেন। জেনারেল নিয়াজি এ সম্পর্কে মোটেই অবগত ছিলেন না।&nbsp;জেনারেল জ্যাকব ২০১২সালে২০১২ ২৭শেসালে ২৭শে মার্চ বাংলাদেশ সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা পদক গ্রহণ করেনকরেন। মূলত স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্নবীরত্বপূর্ণ অবদান এর জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।
 
== অবসর ==