সুরেন্দ্রমোহন ঘোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন (ARR)
২২ নং লাইন:
 
==জন্ম ও প্রারম্ভিক জীবন==
সুরেন্দ্রমোহন ঘোষের জন্ম বৃটিশ ভারতের বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে। পিতার নাম কামিনীমোহন ঘোষ। জেলা শহরের মৃত্যুঞ্জয় স্কুলে ও আনন্দমোহন কলেজে শিক্ষালাভ করেন। চোদ্দ বছর বয়সেই স্বদেশী আন্দোলনে যোগ দেন। প্রথম বার্ষিক শ্রেণীতে পড়ার সময়ই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক বছর কারাদণ্ড ভোগ করেন। তিনি 'মধুদা' নামে সমধিক পরিচিত ছিলেন। ১৯০৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৩৮ খ্রিস্টাব্দ [[যুগান্তর দল]] বিলুপ্ত হয়ে যাওয়া পর্যন্ত দলের বিশিষ্ট কর্মী ও নেতা হিসাবে যুক্ত ছিলেন । ১৯২৩-২৯ খ্রিস্টাব্দে দেশবন্ধু [[চিত্তরঞ্জন দাশ| চিত্তরঞ্জন দাশের]] স্বরাজ্য দলে তাঁরতার বিশেষ ভূমিকা ছিল। ১৯২০ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে আমৃত্যু তার সঙ্গে যুক্ত ছিলেন ।
 
==কর্মজীবন==
অসহযোগ আন্দোলনে তাঁরতার যুগান্তর দল গান্ধীজির নেতৃত্ব মেলে নিলেও তিনি বা তাঁরতার দল অহিংসাকে নীতি হিসাবে গ্রহণ করেনি। ১৯২৮ খ্রিস্টাব্দে কলকাতা ঐতিহাসিক কংগ্রেস অধিবেশনে নেতৃত্বের স্বাক্ষর রাখেন। অবিভক্ত বাংলায় ত্রিশ দশকে [[যতীন্দ্রমোহন সেনগুপ্ত]] ও [[সুভাষচন্দ্র বসু |সুভাষচন্দ্র বসুর]] নেতৃত্বের বিরোধ দেখা দিলে তিনি তাঁরতার দল নিয়ে সুভাষচন্দ্র বসুর পাশে এসে দাঁড়ান। ত্রিপুরা কংগ্রেসের আগে পর্যন্ত তাঁরতার সঙ্গে সুভাষচন্দ্র ও শরৎচন্দ্র বসুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিপ্লবের পথে যাঁরা তাঁরতার অগ্রজপ্রতিম ছিলেন তাঁদের মধ্যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও ডা. যাদুগোপাল মুখোপাধ্যায়েরনাম উল্লেখযোগ্য । তাঁরতার কারাসঙ্গীদের মধ্যে ছিলেন বিপ্লবী [[সূর্য সেন]] এবং মান্দালয় জেলে সুভাষচন্দ্র । তাঁরতার বিপ্লবী বন্ধু 'মহারাজ' [[ত্রৈলোক্যনাথ চক্রবর্তী]] তাঁরইতারই দিল্লীর বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন । সুরেন্দ্রমোহন ঘোষ ১৯৩৯ সালে বঙ্গীয় প্রাদেশিক কমিটির অ্যাাডহক সভাপতি হন। দীর্ঘদিন ঐ পদে ছিলেন। ১৯৪৬ সালে কন্সটিটূয়েন্ট এসেম্বলির সদস্য নির্বাচিত হয়ে ভারতবর্ষের ভাবী শাসনতন্ত্র তৈরির কাজে আত্মনিয়োগ করেন। ১৯৫০-৫২ সালে অস্থায়ী পার্লামেন্টের সদস্য এবং ১৯৫২ সালে লোকসভার সদস্য হন। ১৯৫৬ ও ১৯৬২ সালে রাজ্যসভার সদস্য এবং ১৯৬২-৬৭ সালে পার্লামেন্টে [[ভারতীয় জাতীয় কংগ্রেস|কংগ্রেস]] দলের ডেপুটি নেতা ছিলেন।<ref name="সংসদ"/><ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বিস্মৃত বিপ্লবী তৃতীয় খণ্ড|শেষাংশ=রায়|প্রথমাংশ=প্রকাশ|বছর=২০২১|প্রকাশক=নোশনপ্রেস [[চেন্নাই]] [[তামিলনাড়ু]]|অবস্থান=[[চেন্নাই]]|পাতাসমূহ=২৩-২৬|আইএসবিএন=978-1-63850-767-3}}</ref>
 
==তথ্যসূত্র==