বলেন্দ্রনাথ ঠাকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:বাঙালি কবি যোগ
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন (ARR)
৩ নং লাইন:
 
==জন্ম ও শিক্ষাজীবন==
বলেন্দ্রনাথ ঠাকুরের জন্ম [[কলকাতা|কলকাতার]] জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ইংরাজি ১৮৭০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের ৬ তারিখে জন্মগ্রহণ করেন। পিতা হলেন বীরেন্দ্রনাথ ঠাকুর ও মাতা প্রফুল্লময়ী। পিতামহ হলেন মহর্ষি [[দেবেন্দ্রনাথ ঠাকুর|দেবেন্দ্রনাথ]]। অর্থাৎ কবিগুরু [[রবীন্দ্রনাথ ঠাকুর]] হলেন তাঁরতার কাকা। ১৮৮৬ খ্রিস্টাব্দে [[হেয়ার স্কুল]] হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।
 
==সাহিত্য কর্ম==
বলেন্দ্রনাথ প্রবন্ধ রচনার পাশাপাশি কবিতা রচনা করতেন। তবে বাংলা প্রবন্ধ সাহিত্যে তিনি এক নতুন আদর্শ স্থাপন করে গেছেন। তাঁরতার প্রবন্ধে কবিত্বের ছোঁয়া পাওয়া যায় । কবিত্বময় গদ্যে সাহিত্য ও ললিতকলা বিষয়ক সমালোচনা গ্রন্থ ' চিত্র ও কাব্য' রচনা করেন। তাঁরতার কাব্য গ্রন্থ দুটি হল - ' মালবিকা' ও 'শ্রাবণী'। তাঁরতার লেখা প্রবন্ধ 'ভারতী', 'বালক', 'সাহিত্য' প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হত। বলেন্দ্রনাথ ব্রহ্মসঙ্গীতও রচনা করেছেন । কবিগুরুর সাহিত্যকর্মে তিনি তাঁরতার কাকাকে সহযোগিতাও করেছেন । তিনি স্বদেশী বস্ত্রের ব্যবসাও তিনি দেখাশোনা করেছেন । ঠাকুর পরিবার ব্রাহ্মসমাজভুক্ত হলেও বলেন্দ্রনাথ জীবনের শেষভাগে আর্যসমাজের সাথে [[ব্রাহ্মসমাজ|ব্রাহ্মসমাজের]] মিলনের জন্য বহু চেষ্টা করেছেন।
 
==মৃত্যু==