বানান সংশোধন (ARR)
(ত্রুটি সংশোধন (ID: 2) অউব্রা ব্যবহার করে) |
(বানান সংশোধন (ARR)) |
||
'''রথীন্দ্রনাথ মৈত্র বা সংক্ষেপে রথীন মৈত্র ''' ({{lang-en| Rathindranath Moitra or Rathin Moitra in short }}) (১০ জুলাই, ১৯১৩ - ৩ জুলাই, ১৯৯৭) ছিলেন বিশিষ্ট [[বাঙালি]] চিত্রশিল্পী। ১৯৪০ এর দশকে ভারতীয় আধুনিকতাবাদী নবীন প্রজন্মের ও [[ক্যালকাটা গ্রুপ|কলকাতা গ্রুপের]] অন্যতম চিত্রশিল্পী ছিলেন তিনিও। <ref name="সংসদ">অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৩৩৯, {{আইএসবিএন|978-81-7955-292-6}}</ref>
==জন্ম ও প্রারম্ভিক জীবন==
রথীন মৈত্রর জন্ম ১৯১৩ খ্রিস্টাব্দের ১০ই জুলাই বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের [[পাবনা জেলা|পাবনার]] শীতলাই গ্রামে। ছবি আঁকায় ও উচ্চাঙ্গ সংগীতের প্রতি অনুরক্ত
রথীনের কলকাতায় ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে পড়ার সময় সেই স্কুলের শিক্ষক [[দেবীপ্রসাদ রায়চৌধুরী| দেবীপ্রসাদ রায়চৌধুরীর]] কাছে চারুকলায় হাতেখড়ি। ১৯৩১ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করে সরকারি চারুকলা বিদ্যালয়ে শিক্ষা শুরু করেন। ১৯৩৭ খ্রিস্টাব্দে কৃতিত্বের সাথে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে শান্তিনিকেতনের কলাভবনে [[নন্দলাল বসু]], [[বিনোদ বিহারী মুখোপাধ্যায়]] এবং [[রামকিঙ্কর বেইজ | রামকিঙ্কর বেইজের]] সান্নিধ্যে আসেন।
==কর্মজীবন==
এরপর তিনি ভারতের ঐতিহ্য সন্ধানে ভারত প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। দেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক রীতিনীতি, আচার-ব্যবহার, শিল্পকলা জানার সুযোগ পান। রাজপুত ও পাহাড়ি চিত্রশৈলী তাঁকে প্রভাবিত করে। সেই সময়ে ১৯৪৩ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বাংলায় দুর্ভিক্ষ গণহত্যা ইত্যাদির সময় [[সুভো ঠাকুর]], [[নীরদ মজুমদার]], [[প্রদোষ দাশগুপ্ত]], [[পরিতোষ সেন]] , [[গোপাল ঘোষ ]], [[প্রাণকৃষ্ণ পাল]] ও তাঁকে নিয়ে কলকাতায় [[ক্যালকাটা গ্রুপ]] নামে এক চারুকলা শিল্পগোষ্ঠী গড়ে ওঠে। তিনি বেশ কয়েক বছর কলকাতার সরকারি আর্ট কলেজে অধ্যাপনা করেন এবং পরে [[অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলকাতা|কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের]] যুগ্ম-সম্পাদক হন। ১৯৫৩ খ্রিস্টাব্দে ভারত সরকার ও [[অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলকাতা|অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের]] যৌথ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রথম ভারতীয় চিত্র প্রদর্শনী হয়, তার পরিচালনার ভার ছিল
==মৃত্যু==
|