রবীন চট্টোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ref
১২ নং লাইন:
|honorific_suffix=
}}
'''রবিন চট্টোপাধ্যায়''' ছিলেন একজন [[ভারতীয়]] [[সঙ্গীত পরিচালক]] যিনি প্রায় ৯০ টির বেশি চলচ্চিত্রের জন্য সঙ্গীত দিয়েছিলেন। তিনি ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে জনপ্রিয় সঙ্গীত রচনা করেছিলেন। রবিন চট্টোপাধ্যায় ১৯৪২ সালের চলচ্চিত্র [[পরিণীতা]]<nowiki/>র সঙ্গীত রচনা থেকে শুরু করেছিলেন এবং পরবর্তীকালে ''গোধূলী'', ''বিপাশা'', ''সাগরিকা'', ''কমললতা'', ''দ্বীপের নাম টিয়া রং'' ইত্যাদি চলচ্চিত্রে সুন্দর চিরসবুজ গানের সুর রচনা করেছিলেন।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.cinemaazi.com/people/robin-chatterji|শিরোনাম=Robin Chatterji|ওয়েবসাইট=Cinemaazi|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2021-09-06}}</ref>
 
==সঙ্গীত জীবন==
২৩ নং লাইন:
* [[বিপাশা]] (১৯৬২) - চলচ্চিত্রে তাঁর সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান "''ক্লান্তির পথ বুঝিরা ফুরালো''", এবং "''আমি স্বপ্নে তোমায় দেখেছি''"।
 
১৯৫৫ সালে, তিনি গোধুলী চলচ্চিত্রের জন্য সুর করেছিলেন তার মধ্যে একটি গান ছিল "''পিয়া পিয়া পিয়া কে ডাকে আমারে''"। ১৯৫৭ সালে, তিনি [[উত্তম কুমার|উত্তম]]-[[সুচিত্রা সেন|সুচিত্রা]] অভিনীত সুপারহিট চলচ্চিত্র [[সাগরিকা]]<nowiki/>র জন্য সুর করেছিলেন। সেই ছবিতে [[শ্যামল মিত্র]] গান গেয়েছিলেন "''আমার স্বপ্নের দেখা রাজকন্যা থাকে''" গানটি খুবই জনপ্রিয় হয়েছিল।<ref name=":0" />
 
এছাড়া তিনি, [[হেমন্ত মুখোপাধ্যায়]], [[মান্না দে]], [[শ্যামল মিত্র]], [[আরতি মুখার্জী|আরতি মুখোপাধ্যায়]], [[সন্ধ্যা মুখোপাধ্যায়]], [[প্রতিমা বন্দ্যোপাধ্যায়]], [[লতা মঙ্গেশকর]], [[আশা ভোঁসলে]], [[গীতা দত্ত]], অরুন্ধতী হোম চৌধুরী, এবং [[উৎপলা সেন|উৎপলা সেনে]]<nowiki/>র মতো অনেক বাঙালি গায়ক গায়িকার সঙ্গে কাজ করেছিলেন।