অক্তাবিও পাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shihab1729 (আলোচনা | অবদান)
চিত্র যোগ #WPWP #WPWPBN
InternetArchiveBot (আলোচনা | অবদান)
২টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
৩২ নং লাইন:
ভারতে থাকাকালীন সময়ে পাজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সমাধা করেন। এর মধ্যে '''এল মনো গ্রামাতিকো''' (বাঁদর ব্যাকরণবিদ) এবং '''লাদেরা এস্তে''' (পূর্বের ঢাল) অন্যতম। ভারতে থাকাকালে পাজ সেখানকার '''ক্ষুধার্ত প্রজন্ম''' নামক লেখকগোষ্ঠীর সাথে পরিচিত হোন এবং তাদের উপর প্রভূত প্রভাব বিস্তার করেন।
 
১৯৬৩ খ্রিষ্টাব্দে তার ফরাসী বান্ধবী বোনার সাথে তার বিচ্ছেদ ঘটে। একই বছর মেরী হোসে ত্রামিনি নাম্নী আরেক ফরাসী রমনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। জীবনের বাকী সময়টুকু পাজ মেরীর সাথেই কাটিয়েছেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে ত্লাতেলোকো এর প্লাজা দি লাস ত্রেস কালতুরাস নামক চত্ত্বরে সরকারি আদেশে প্রতিবাদী ছাত্রজনতা হত্যার ঘটনার প্রতিবাদে পাজ কূটনীতিবিদের চাকরি থেকে ইস্তফা দেন <ref>Preface to ''The Collected Poems of Octavio Paz: 1957-1987'' by Eliot Weignberger''''</ref>। এরপর কিছুদিনের জন্য প্যারিসে চলে যান এবং পরের বছরই মেক্সিকো ফিরে আসেন। এ সময় পাজ কিছু স্বাধীনচেৎা মেক্সিকান লাতিন আমেরিকান লেখককে সাথে নিয়ে '''প্লুরাল'''(১৯৭০-১৯৭৫) নামক ম্যাগাজিন পত্রিকা বের করেন। ১৯৭০ খ্রিষ্টাব্দ থেকে ১৯৭৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চার্লস এলিয়ট নর্টন অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যলয়ে সে সময়ে দেয়া লেকচার থেকেই জন্ম নেয় তার আরেকটি কীর্তি '''লস ইহোস দেল লিমো''' (কর্দমার শিশু)। ১৯৭৫ খ্রিষ্টাব্দে মেক্সিকান সরকার বন্ধ করে দেয়। সেবছরই পাজ, '''বুলেতা''' নামক আরেকটি প্রকাশনা বের করেন। বুলেতা এর ভাবাদর্শ প্লুরাল এর অনুগামী থেকে যায়। মৃত্যুর আগ পর্যন্ত পাজ এই প্রকাশনার সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাহিত্যে ব্যক্তিস্বাধীনতার আবেদন উপজীব্য হবার কারণে ১৯৭৭ খ্রিষ্টাব্দে পাজ সাহিত্যে জেরুজালেম পুরস্কার লাভ করেন। ১৯৮০ খ্রিষ্টাব্দে পাজ [[হার্ভার্ড বিশ্ববিদ্যালয়]] থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮২ খ্রিষ্টাব্দে তিনি '''নিউতস্তাদত''' পুরস্কার পান। ১৯৯০ খ্রিষ্টাব্দে ১৯৫৭ থেকে ১৯৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত লিখিত কবিতাগুলোর একটি সংকলন বের হয়। ১৯৯০ সালেই পাজ নোবেল পুরস্কারে ভূষিত হন <ref>[{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://nobelprize.org/literature/laureates/1990 |শিরোনাম=Literature 1990<!-- Bot generated title -->] |সংগ্রহের-তারিখ=২৮ নভেম্বর ২০০৯ |আর্কাইভের-তারিখ=১২ অক্টোবর ২০০৮ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20081012061152/http://nobelprize.org/literature/laureates/1990/ |ইউআরএল-অবস্থা=অকার্যকর }}</ref>।
 
ভারতে থাকাকালীন অবস্থায় ক্ষুধার্ত আন্দোলনের কবিগোষ্ঠীদের ৩৫ মাসের দীর্ঘ বিচার চলাকালীন সময়ে প্রভূত সাহায্য করেন।
১৭৬ নং লাইন:
* [https://web.archive.org/web/20090708065807/http://biblioteca.itam.mx/estudios/estudio/letras36/notas2/sec_1.html "Vuelta y partisan review"] essay by Jaime Perales Contreras, published in ''Estudios'', 1994.{{es icon}}
* [https://web.archive.org/web/20180401095313/http://biblioteca.itam.mx/estudios/estudio/letras38/texto1/sec_1.html Interview with Mario Vargas Llosa on Octavio Paz's ''Plural'' and ''Vuelta'' magazines, published in ''Estudios'', 1994.] interview by Jaime Perales Contreras. {{es icon}}
* [http://www.stanford.edu/group/las/news/downloads/KozlarekPaper.pdf "Theodor W. Adorno and Octavio Paz: Two Visions of Modernity"] {{ওয়েব আর্কাইভ|url=https://web.archive.org/web/20090327012743/http://www.stanford.edu/group/las/news/downloads/KozlarekPaper.pdf |date=২৭ মার্চ ২০০৯ }} essay by Oliver Kozlarek, published in ''Culture, Theory & Critique'', 2006, 47(1), 39–52
{{Nobel Prize in Literature Laureates 1976-2000}}