উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎মতামত: উত্তর
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১৭৮ নং লাইন:
::ভাইয়া, ভবিষ্যতে এই প্রতিযোগিতা করা উচিত কি উচিত নয় বা করলে কিভাবে করা উচিত, সেটা নিয়ে আমার বেশ বিস্তারিত কিছু মতামত আছে; যা অন্য কোথাও শেয়ার করবো। আর ভাইয়া, সতর্ক করার পরেও গুরুত্ব না দেয়ার বিষয়েও এমন কিছু ব্যাপার আছে, যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। দেখবেন, শীর্ষতালিকায় থাকা অনেক প্রতিযোগীর আলাপে আমার সতর্কবার্তা আছে। একজনকে অনেকে মিলে ক্রমাগত সতর্কবার্তা দেবার পরেও কোনো জবাব দিচ্ছিলেন না। আমি ভাবছিলাম উনি হয়তো ইচ্ছে করেই উপেক্ষা করছেন। পরে বিকল্প উপায়ে ওনার সাথে যোগাযোগ করার পর জানতে পারি যে, আলাপ পাতা কি জিনিস সেটা নিয়ে ওনার কিছুটা ধারণা আছে, কিন্তু আলাপে কিভাবে বার্তা দিতে হয় বা বার্তার জবাব দিতে হয় সেটা সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। আমি প্রায় সময়ই বলি যে নতুনদের সাইকোলজি বোঝা বেশ কঠিন। সেটা আবারও টের পেলাম। তবে উইকিপিডিয়ার নিবন্ধের মান সবার আগে; তাই ভবিষ্যতে যদি এধরণের প্রতিযোগিতা করা হয়, তাহলে যেন ভুল সম্পাদনার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেদিকে বিশেষ নজর থাকবে। তার জন্য আমাদের অনেক টেকনিক্যাল বিষয়পত্রও শিখতে হবে অবশ্য। -- <span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ১৯:৩৩, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
:::উপরের আলোচনা দেখে যেটা বুঝেছি, কেউ কেউ আলাপ পাতার বার্তা দেখেও সেই বার্তার পরামর্শ মানেনি। ফিরতি বার্তা না দিতে পারাটা মানা যেতে পারে, কারণ এটা স্বাভাবিক নতুনদের জন্য সেটা কঠিন; তবে বারংবার বলার পরে পরামর্শ না মানা প্রসঙ্গটাই আমি বুঝিয়েছি। তোমার বাকি কথার সাথে আমি একমত। -- [[ব্যবহারকারী:ANKAN|অংকন]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ০৫:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
 
* আমার মনে হয় আলোচনা আর বেশি দীর্ঘায়িত না করে প্রতিযোগীদের অবদান পর্যালোচনা শুরু করা উচিত, যেহেতু আলোচনায় কয়েকদিন সময় নিয়ে ফল দেয়ায় সমর্থন এসেছে। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখার অনুরোধ করবো - প্রথমত খুব জরুরী না হলে পুনর্বহাল না করা ভালো এবং অনুগ্রহ করে অযৌক্তিকভাবে পুনর্বহাল করবেন না। দ্বিতীয়ত যাঁরা নিয়ম অমান্য করে ইতোমধ্যেই চিত্র থাকা নিবন্ধে চিত্র যুক্ত করেছেন, সেগুলোয় পুনর্বহাল না করে এমন কোনো উপায়ে চিহ্ণিত করুন যেন কোয়ারি টুলে তা আলাদাভাবে হিসেব করা যায়; যেহেতু দ্বিতীয়বার চিত্র যোগ বাংলা উইকির নিবন্ধের মানের কোনো ক্ষতি করছেনা। (যদিনা অযৌক্তিক চিত্র যুক্ত করা হয়।) আর ভালো হয় যদি ভুল সম্পাদনাগুলো দেখিয়ে দিয়ে প্রতিযোগীদের দিয়েই নির্দিষ্ট সময়ের ভেতর ঠিক করা যায়। এতে পর্যালোচকদের কষ্টও কমবে, প্রতিযোগীরাও কিছু শিখতে পারবেন। -- <span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ১৯:২৭, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
"উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১" প্রকল্প পাতায় ফিরুন।