পেশাদারি কুস্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
মামুন ইকবাল (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শ: লিঙ্ক যুক্ত করা
১১ নং লাইন:
}}
 
'''পেশাদারি কুস্তি''' ({{lang-en|Professional wrestling}}) এক প্রকারের ক্রীড়া পালা যেখানে পরিকল্পিত লড়াই অভিনীত হয়। বেশিরভাগ খেলাই [[ব্যবস্থাপক]] দ্বারা পূর্বপরিচালিত এবং প্রতিটি দৃশ্য ও ফলাফল পূর্ব নির্ধারিত থাকে।<ref>[http://entertainment.howstuffworks.com/pro-wrestling.htm How Pro Wrestling Works]</ref> উনিশ শতাব্দীর উৎসব সমারহে পার্শ্ব প্রদর্শনী হিসেবে এর উত্পত্তি হয়।বর্তমানে বিশ্বব্যাপী কিছু বিখ্যাত পেশাদার কুস্তি কোম্পানি হল- ওয়ার্ল্ড কুস্তি এন্টারটেইনমেন্ট(WWE), নিউ [[জাপান]] প্রো-কুস্তি(NJPW), ইম্প্যাক্ট কুস্তি(Impact Wrestling), এসিস্টেনশিয়া এসেসরিয়া ওয়াই এডমিনিস্ট্রাশিয়ান(AAA)।
 
প্রো-কুস্তিয়ে প্রধানতঃ শক্তিমত্তা ও শরীরী দক্ষতা প্রদর্শিত হয়।লড়াইয়ে(fight) অনেক মুভ যেভাবে শক্তিশালী রূপে দেখানো হয় বাস্তবে সেরকম হয় না এবং কুস্তিগীর তথা কুস্তিগিররা ব্যাথা কম পাওয়ার জন্য কিছু কৌশল ও ব্যবহার করে।উদাহরণ-কোনো মুভ(move) প্রয়োগ করার আগে প্রতিপক্ষকে ইশারা করে ইঙ্গিত করা যে,এখন সে কোন মুভ ব্যবহার করবে বা আস্তে করে ঐ মুভের জন্য প্রস্তুত হতে বলা।সমগ্র ম্যাচে ই কুস্তিগীররা নিজেদের মধ্যে ইশারা-ইঙ্গিতে এরকম কথোপকথন চালিয়ে যায়।অর্থাৎ নিজেদের মধ্যে সলাপরামর্শ করে প্রতিটি মুভ প্রয়োগ,গতির(momentum) সৃষ্টি করে।তবুও অনেক সময় বচ (Botch) হয়ার কারণে বা মুভের গতি সঠিক না হয়ায় কুস্তিগিররা গুরুতর আঘাত, ব্যাথা পেয়ে থাকে এবং অনেকক্ষেত্রে আহত ও হয়।
১৯ নং লাইন:
ঐতিহ্যগত কুস্তি আর পেশাদারি কুস্তির নিয়মে অনেক পার্থক্য রয়েছে। প্রথমতঃ পেশাদারি কুস্তির কোনো প্রধান [[পরিচালক কর্তৃপক্ষ]] নেই। যদিও প্রত্যেক সংগঠনকারী সংস্থারই নিজস্ব কিছু ব্যতিক্রম রয়েছে তারপরও কিছু সাধারণ নিয়ম সকলেই মেনে থাকে।
 
=== সাধারণ কাঠামো[[কাঠ]]<nowiki/>ামো ===
দুই পক্ষের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। একজন কুস্তিগীর, একটি দল অথবা কয়েকজন কুস্তিগীর মিলে একটি পক্ষ তৈরি হয়। সকল প্রকারের খেলাতেই শুধুমাত্র একজন অথবা এক পক্ষ বিজয়ী হয়।খেলায় একজন রেফারী থাকে যে খেলা পরিচালনা করে।
 
৪৯ নং লাইন:
 
== ফেস/বেবিফেস কুস্তিগির ==
যারা কুস্তিয়ে ভালো চরিত্রে অভিনয় করে তাদেরকে ফেস/বেবিফেস(({{lang-en|Face/Babyface}}))বলা হয়।তারা সাধারণত ধোঁকা দিয়ে, অসদুপায় অবলম্বন করে ম্যাচ জিতবেনা, অন্যায়ভাবে কাউকে মারবে না। সততার সাথে প্রত্যেক ম্যাচ খেলবে। দর্শকদের তোষামদ করবে।লেজেন্ড(Legend)কুস্তিগিরদের শ্রদ্ধা করবে। নিজে ম্যাচ হারার পরও প্রতিপক্ষকে অভিনন্দন জানাবে এবং অন্য কুস্তিগিরদের বিপদে সাহায্য করতে এগিয়ে আসবে । অর্থাৎ অনেকটা সিনেমা,নাটকের হিরোর মত। আর তাদের এ ধরনের বৈশিষ্ট্য স্টোরিলাইন,গিমিকের কারণে হয়,বাস্তবে তারা এরকম নাও হতে পারে। যেমন- [[হাল্ক হোগান]], দ্য রক, জন সিনা রা হলো অন্যতম বেবিফেস কুস্তিগির।
 
== হিল কুস্তিগির ==