উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MdsShakil (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১৫১ নং লাইন:
* বার্তা দেওয়া সত্ত্বেও সেটি সম্পূর্ণ উপেক্ষা করে নিয়মবহির্ভূত চিত্র যোগ অব্যাহত রাখা দুঃখজনক। এর পূর্বে WPWP ক্যাম্পেইনের মেইলিং লিস্টে আয়োজকদের অনুরোধ করে জানানো হয়েছিল, যাতে এরকম ব্যবহারকারীদের ডিসকোয়ালিফাই করে এ বিষয়ে আহ্বায়কদের জানানো হয়। এই সিদ্ধান্ত আয়োজকদের এখতিয়ার। তবে, উল্লিখিত ব্যবহারকারীরা একদম নতুন, উইকিপিডিয়ার সিস্টেমের সাথে তাদের জানাশোনা কম, কিংবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা এই সমস্ত বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত দেওয়াটা সমীচীন হবে। — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৬:৩৬, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
* আন্তর্জাতিক দল কি করবে সেটা তারাই ভালো বলতে পারবে। যদিও শীর্ষে থাকা কয়েকজন ধারাবাহিকভাবে মারাত্মক কিছু ভুল করেছে তবুও বাংলা উইকিপিডিয়ার আয়োজনে অংশগ্রহণকারীদের অবদানকে স্বাগত জানিয়ে বাতিলকৃত সম্পাদনা বিয়োগপূর্বক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা উচিত বলে মনে করি। তাছাড়া অব্যশই সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নজরে রাখা প্রয়োজন যাতে ভবিষ্যতে কোন প্রতিযোগীতায় এই অবস্থা সৃষ্টি হলে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় —[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ০৬:৪৮, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
* [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ভাইকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি উত্থাপনের জন্য। জরুরী ছিল বিষয়টি। এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে আমি অনেক অনেক শিখেছি; বিস্তারিত অন্য কোথাও বলবো, তবে প্রাসঙ্গিক দু'একটি বিষয় এখানে সংক্ষেপে বলছি। প্রথমত, আমার মতে এই প্রতিযোগিতা আশাতীত রকমের সফল এবং তার একমাত্র কারণ প্রচুর নবীন সম্পাদকদের পদচারণা। তাঁরা বাংলা উইকিপিডিয়ায় আসা বন্ধ করে দিলে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় মৃত্যুর দিকে এগোতে বাধ্য। তাঁদের সমস্ত জিজ্ঞাসার জবাব দিতে যেকোনো সময় প্রস্তুত থাকা আমাদের একধণের নৈতিক দায়িত্বের ভেতরই পড়ে। অন্তত এই প্রতিযোগিতায় যদি তাঁদের জন্য সহজ-স্বাভাবিক এবং স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে আমরা না পেরে থাকি; তাহলে সেটি আমার, আমাদের, আয়োজক দলের এমনকি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের ব্যর্থতার ভেতরেই পড়ে। দ্বিতীয়ত, একজন মানুষের জীবনের প্রত্যেকটি সেকেন্ড মহামূল্যবান। এই প্রতিযোগীরা গত দুমাস ঘন্টার পর ঘন্টা বাংলা উইকিপিডিয়ায় পড়ে থেকেছেন; হয়তোবা সে সময়টা তাঁরা নিজেদের পছন্দের কাজে কাটাতে পারতেন বা পরিবারের সাথে আনন্দে কাটাতে পারতেন। ওনাদের মতো নতুন থাকা অবস্থায় আমি এতো সময় দেয়ার কথা ভাবতেই পারতাম না। ওনারা সামনে থাকলে আমি তাঁদের দাঁড়িয়ে সম্মান জানাতাম। নতুনদের ভুল হবেই এবং সেটি খুবই সহজভাবে নেয়া উচিত। ওনারা কিন্তু ইচ্ছাকৃত ধবংসপ্রবণতা করেননি, এগুলো আসলে ভুল। তাই ওনাদের নাম উল্লেখপূর্বক এভাবে বলাটা ঠিক হয়নি। বরং তাঁদের নাম উল্লেখ করে তাঁদেরকে এতোটা নতুন থাকা অবস্থায়ও এতো অসাধারণ কাজ করবার জন্য অভিনন্দন জানানো উচিত। আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। তৃতীয়ত, প্রতিযোগিতার শুরু দিকে আমরা এককভাবে মনিটরিং টুলের ওপর নির্ভরশীল ছিলাম। সেখানে পুনর্বহালকৃত সম্পাদনা হিসেবের কোনো উপায় ছিলনা। রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ কোয়ারি টুলের সাহায্যে পূর্ণাঙ্গ একটি চিত্র তুলে ধরার জন্য। মোট সম্পাদনা থেকে পুনর্বহালকৃত সম্পাদনা বিয়োগ করে ফল হিসেব করার পদ্ধতি অত্যন্ত যৌক্তিক এবং তাতে সমর্থন জানাচ্ছি। তবে তার জন্য কোনো প্রতিযোগীর সকল সম্পাদনা একনজর হলেও পরীক্ষা না করে ফল দেয়া বোধহয় ঠিক হবেনা, কারণ তাতে হয়তো পুনর্বহালের সংখ্যা আরো বাড়বে। প্রয়োজনে আরো আট-দশদিন সময় নেয়া যেতে পারে ফল তৈরি করার জন্য। এছাড়াও পুনর্বহাল প্রক্রিয়ার ভেতরেও কিছু ত্রুটি আমার নজরে এসেছে। যতদূর মনে পড়ে, এক নতুন প্রতিযোগীকে আরেক নতুন প্রতিযোগীর কাজ পুনর্বহাল করতে দেখেছি, আবার অযৌক্তিকভাবে পুনর্বহালও হয়েছে অনেক ক্ষেত্রে। আয়োজক হিসেবে এধরণের ত্রুটির জন্য আমি ক্ষমাপ্রার্থী। পরবর্তী আয়োজনে এসকল ভুল থেকে শিক্ষা নিয়ে যথাসম্ভব ত্রুটিমুক্ত আয়োজন করবার চেষ্টা করবো। শুভকামনায় -- <span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ১০:৩৭, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
"উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১" প্রকল্প পাতায় ফিরুন।