চাপরাশিরহাট ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে বাংলাদেশের ইউনিয়ন ( [[WP:HOTCAT|হটক্যাট]
সার্বিক সম্পাদনা
১ নং লাইন:
"'''চাপরাশীর হাট"''' বাংলাদেশের [[নোয়াখালী জেলারজেলা|নোয়াখালী জেলায়]] [[কবির হাট]] উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ ।ইউনিয়ন। এই ইউনিয়ন চাপরাশীর হাট নামক বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট একটি মফস্বলগ্রামীন শহর এবং তত্‍সংলগ্ন গ্রামসমূহ নিয়ে গঠিত ।
==ইতিহাস==
বর্তমানে সমুদ্র উপকূল থেকে বেশ দূরে অবস্থিত হলেও মূলতঃ উপকূলীয় অঞ্চলের মত্‍স সম্পদ, দই, ফসল, কুটির শিল্প প্রভৃতির বাণিজ্য কেন্দ্র হিসেবেই খ্রিষ্টিয় উনবিংশ শতকে চাপরাশীর হাট গড়ে ওঠে । শেখ চুনী হাজী নামের এক ব্যবসায়ী ও মোহাম্মদ হোসেন নামের এক চাপরাশী এই বাজার প্রতিষ্ঠা করেন বলে জমির দলিল সূত্রে জানা যায় । বাজারটি বর্তমানে কবির হাট উপজেলার সর্ববৃহত্‍ বাণিজ্যকেন্দ্র ।
==প্রশাসনিক==
পাকিস্তানি শাসনামলে চাপরাশীর হাট ইউনিয়ন পরিষদের মর্যাদা পায় । সম্প্রতি ইউনিয়নের দক্ষিণাংশ বিভক্ত হয়ে [[ধানশালিক ইউনিয়ন]] গঠিত হয় । বর্তমানে এই ইউনিয়নে অন্তর্ভূক্ত গ্রামগুলো হল উপদ্দিলামছি, অমরপুর, শুক্লামুদ্দি, সাগরপুর, নরসিংহপুর, রামেশ্বরপুর ও রামেশ্বরপুর লামছি । নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
 
[[Category:বাংলাদেশের ইউনিয়ন]]