ডাভোস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
{{cleanup-link rot}}
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা
১ নং লাইন:
[[Image:City of Davos.jpg|thumb|right|250px|উপর থেকে, '''উপরউপরে:''' স্টার্টিগজের্টিশ উপত্যকার দৃশ্য; '''মধ্যভাগমাঝে:''' [[বিশ্বওয়ার্ল্ড অর্থনৈতিকইকোনমিক সভাফোরাম|বিশ্বওয়ার্ল্ড অর্থনৈতিকইকোনমিক সভারফোরামের]] কংগ্রেসঅধিবেশন সেন্টার, বা আলোচনা স্থলকেন্দ্র, এবং '''নিচনিচে:''' পাহাড়ের ওপর থেকে সম্পূর্ণ ডাভোস শহরের দৃশ্য]]
{{cleanup-link rot}}
[[Image:City of Davos.jpg|thumb|right|250px|উপর থেকে, '''উপর:''' স্টার্টিগ উপত্যকার দৃশ্য; '''মধ্যভাগ:''' [[বিশ্ব অর্থনৈতিক সভা|বিশ্ব অর্থনৈতিক সভার]] কংগ্রেস সেন্টার, বা আলোচনা স্থল, এবং '''নিচ:''' পাহাড়ের ওপর থেকে সম্পূর্ণ ডাভোস শহরের দৃশ্য]]
 
'''ডাভোস''' ([[ইংরেজিজার্মান ভাষা|ইংরেজিজার্মান ভাষায়]]: Davos; [[রোমান্‌শ ভাষা|রোমান্‌শ ভাষায়]]: Tavau, [[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]]: Tavate) [[সুইজারল্যান্ডের]] পূর্ব্বপূর্ব প্রান্তে অবস্থিত ক্ষুদ্র একটি শহর যা [[ওয়ার্ল্ড ইকনমিকইকোনমিক ফোরাম|ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের]] অনুষ্ঠানেরঅনুষ্ঠানস্থল কারণেহিসেবে [[১৯৭১]] খ্রীস্টাব্দ থেকে আন্তর্জাতিক প্রসিদ্ধি লাভ করেছে। শহরটি [[ল্যান্ডওয়াসারলান্ডভাসার]] নদীর তীরে, আলপসআল্পস পর্বতমালার প্লেসারপ্লেসুর এবং আলবুলা পর্বতপর্বতশ্রেণীর শ্রেণীরমধ্যবর্তী উপত্যকায় শহরচি অবস্থিত। কাছেই ইতালীরয়েছে ইতালি ও অস্ট্রিয়ার সীমান্ত। <ref>[http://www.magicswitzerland.com/davos.htm magicswitzerland.com/davos.htm]</ref>সমুদ্র তলদেশ থেকে এরশহরের উচ্চতা ১৫৬০ মিটার। বস্তুতঃবস্তুত ইয়োরোপেরএটি ইউরোপের এটি ঊর্দ্ধতমসর্বোচ্চ শহর। সুইজারল্যাণ্ডের বৃহত্তম স্কীস্কি রিযর্টঅবকাশযাপন কেন্দ্র এখানেই অবস্থিত। স্পেঙ্গলারএছাড়া কাপএখানে আইসপ্রতি হকিবছর টুর্নামেন্টষ্পেঙলার কাপ প্রতিনামের বৎসরএকটি এখানেইআইস হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
১৮৬০ খ্রীস্টাব্দখ্রিস্টাব্দ থেকে শহরটি স্বাস্থ্য নিবাসস্বাস্থ্যনিবাস হিসাবে দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। ১৯৩০ খ্রীস্টাব্দখ্রিস্টাব্দ থেকে এটি একটি আন্তজাতির্কআন্তর্জাতিক ক্রীড়া কেন্দ্রক্রীড়াকেন্দ্র হিসাবে বিখ্যাত হয়ে ওঠে। প্রায় সারা বছর বরফের আস্তরণ শহরটিকে শীতার্ত করে রাখে। প্রায় আড়ইআড়াই মাইল বিস্তৃত ডাভোস দুটি অংশে বিভক্তঃ ডাভোস-ডর্ফ এবং ডাভোস-প্লায।প্লাৎস। এই ডাভোসে [[১৮৮১৮৮২]] খ্রীস্টাব্দে স্বাস্থ্যোদ্ধারে এসে স্টিভেনশনইংরেজ সাহিত্যিক রবার্ট লুই স্টিভেনসন তাঁর বিখ্যাত উপন্যাস ''[[ট্রেযারট্রেজার আইল্যাণ্ড]]'' লেখা শেষ করেছিলেন। [[টোমাস মান]] [[১৯১১]] খ্রীস্টাব্দে এখানে স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে ''দ্যDer ম্যাজিকZauberberg'' মাউন্টেইন''ডের ৎসাউবারবের্গ'' (ইংরেজি ''The Magic Mountain'') উপন্যাসটি লিখতে উদ্বুদ্ধ হয়েছিলেন।<ref>[http://www.magicswitzerland.com/davos.htm magicswitzerland.com/davos.htm]</ref>
 
দুইদিকডাভোস থেকেশহরটি ডাভোসদুই কারণে বিখ্যাত। একটি হচ্ছে বিশ্বওয়ার্ল্ড অর্থনৈতিকইকোনমিক সভারফোরামের আয়োজক শহর হিসেবে। এটিওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি বার্ষিক সভা যেখানে বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তা ব্যক্তিত্বরা একত্রিত হন,হন। সভাটি সাধারণত ডাভোস নামেই তা পরিচিত। আরেকটি দিক হচ্ছে বার্ষিক স্পেঙ্গলারষ্পেঙলার কাপ আইস হকি প্রতিযোগিতার আয়োজন। এটির আয়োজক স্থানীয় এইচসি ডাভোস হকি দল। এছাড়া সুইজারল্যান্ডের বৃহত্তম আইস হকিআইসহকি অবকাশকেন্দ্রটি ডাভোসে অবস্থিত। ১৪ মার্চ, [[২০০৩]]-এ এখানে উইন্টার জ্যাম অনুষ্ঠিত হয়, এবং এতে [[সাম ৪১]], [[ক্রেইজি টাউন]], এবং [[গুয়ানো এপ্‌স]]-এর মতো উল্লেখযোগ্য ব্যান্ড অংশগ্রহণ করে।<ref> [http://skisnowboardeurope.com/davos/index.html SkisnowboardEurope.com]</ref>