পবিত্র মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন, replaced: তাঁর → তার (4)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
৮ নং লাইন:
চতুর্থশ্রেণীর কর্মচারী হিসাবে এক বীমা কোম্পানির চাকরিতে যোগ দেন। অবসর সময় টিউশন করতেন এবং নিজে পড়াশোনা করতেন। প্রথমদিকে কিছুদিন চেতলা বয়েজ স্কুলে শিক্ষকতাও করেছেন। এরপরে [[দক্ষিণ চব্বিশ পরগনা জেলা |দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ]] [[বিদ্যানগর কলেজ |বিদ্যানগর কলেজে]] অধ্যাপনা করেন। সেখানে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন এবং ২০০০ খ্রিস্টাব্দে কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন।
 
ভবানীপুর সাউথ সাবার্বান স্কুলে পড়ার সময়ে তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯৫৭ খ্রিস্টাব্দে সাহিত্য পিপাসু কবিবন্ধুদের সাহচর্যে এবং সহায়তায় তিনি প্রকাশ করেন ‘কবিপত্র’ নামে কবিতা বিষয়ক পত্রিকা। দীর্ঘ ৬২ বছর যাবৎ তিনি আন্তরিকতার সঙ্গে ওই কবিপত্রের সম্পাদনা করেছেন। তার প্রথম কবিতার বই "দর্পণে অনেক মুখ" বহুবার পুরস্কৃত হয়েছে।২০০৯ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ সরকারের  [[রবীন্দ্র পুরস্কার]] লাভ করেন। <ref name = WBSCL>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম = পুরস্কার বিজয়ীলেখক তালিকা | ইউআরএল =     http://www.wbpublibnet.gov.in/scl/html/awared_wining.php | সংগ্রহের-তারিখ = ২০২১-০৪-১৩ | আর্কাইভের-তারিখ = ১৭ অক্টোবর ২০১৮ | আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20181017055528/http://www.wbpublibnet.gov.in/scl/html/awared_wining.php | ইউআরএল-অবস্থা = অকার্যকর }}</ref> কবি পবিত্র মুখোপাধ্যায় সাতটি দীর্ঘ কবিতা ও একটি আধুনিক মহাকাব্য রচনার বিশেষ খ্যাতি লাভ করেছেন। তার 'শবযাত্রা' ও 'ইবলিশের আত্মদর্শন' দীর্ঘ কবিতার নিদর্শন এবং তার  সাহিত্য সম্ভার জীবনবেদ হিসাবে খ্যাত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ গুলি হল -
* ''শবযাত্রা'' (১৯৬১)
* ''হেমন্তের সনেট'' (১৯৬১)