ক্রোমা কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MelancholieBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: en:Chroma key
+
১ নং লাইন:
{{কাজ চলছে}}
[[File:Bluebox im Heureka 01.jpg|thumb|right|250px|প্রাথমিক ব্লুস্ক্রিন সেটের একটি উদাহরণ।]]
 
'''ক্রোমা কি''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Chroma key) হচ্ছে দুই ধরনের চিত্র বা ভিডিও ফ্রেমকে একত্রিত করার একটি কৌশল। এর মাধ্যমে চিত্র ধারণের সময় পিছনে থাকা একটি প্রেক্ষাপটকে সম্পূর্ণ পাল্টে নতুন তা স্বচ্ছ করা যায় এবং পরবর্তীতে নতুন একটি ব্যাকগ্রাউন্ড সেখানে সংযোজন করা যায়। এই কৌশলটি '''কালার কিইং''' (color keying), '''কালার-সেপারেশন ওভারলে''' (colour-separation overlay বা CSO), যা প্রাথমিকভাবে [[বিবিসি]] এই কৌশলটিকে সংজ্ঞায়িত করতে ব্যবহার করে।<ref name="production-guide">{{cite web|url=http://www.theproductionguide.co.uk/glos_post_prod.aspx|title=Glossary: Post Production|publisher=The Production Guide|accessdate=2009-01-21}}</ref>) তাছাড়া এটি '''গ্রিনস্ক্রিন''' (greenscreen), এবং '''ব্লুস্ক্রিন''' (bluescreen) নামেও পরিচিত। এই কৌশলটি বহুল ব্যবহার হয়, আবহাওয়ার খবর প্রচারের সময়, যেখানে দেখা যায় আবহাওয়াবিদ একটি স্যাটেলাইট ম্যাপের সামনে অবস্থান করে আবহাওয়ার খবর বলতে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি দাড়িয়ে থাকেন একটি বড় নীল ব্যাকগ্রাউন্ডের সামনে, এবং কম্পিউটারের মাধ্যমে নীল অংশটি মুছে দিয়ে ঠিক সেস্থানে ম্যাপটিকে প্রতিস্থাপন করা হয়। এখন যদি আবহাওয়াবিদ নীল রংয়ের পোষাক পরিহিত থাকেন, তবে তাঁর ছবিও প্রতিস্থাপিত হয়ে যাবে। এই কৌশলে রং হিসেবে নীলের সাথে সবুজও ব্যবহৃত হয়, কারণ নীল ও সবুজই শুধুমাত্র স্কিন টোন। এই কৌশল বিনোদন শিল্প, যেমন: চলচ্চিত্র ও টেলিভিশনে বহুল ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় আইকনিক ''[[মিস্টেরি সায়েন্সেস থিয়েটার ৩০০০]]''-এর কথা। এই ক্রোমা কি কৌশল ব্যবহারের আরেকটি কারণ হলো এটি তূলনামূলকভাবে অনুষ্ঠানের উৎপাদন খরচ কমিয়ে দেয়।
'''ক্রোমা কি''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Chroma key) হচ্ছে দুই ধরনের চিত্র বা ভিডিও ফ্রেমকে একত্রিত করার একটি কৌশল।
<!-- in which a [[color]] (or a small color range) from one [[image]] is removed (or made transparent), revealing another image behind it. This technique is also referred to as '''color keying''', '''colour-separation overlay''' ('''CSO'''; primarily by the [[BBC]]<ref name="production-guide">{{cite web|url=http://www.theproductionguide.co.uk/glos_post_prod.aspx|title=Glossary: Post Production|publisher=The Production Guide|accessdate=2009-01-21}}</ref>), '''greenscreen''', and '''bluescreen'''. It is commonly used for [[weather forecasting|weather forecast broadcasts]], wherein the presenter appears to be standing in front of a large [[map]], but in the [[studio]] it is actually a large blue or green background. The meteorologist stands in front of a bluescreen, and then different weather maps are added on those parts in the image where the color is blue. If the meteorologist himself wears blue clothes, his clothes will become replaced with the background video. This also works for greenscreens, since blue and green are considered the colors least like skin tone. This technique is also used in the entertainment industry, the iconic theatre shots in ''[[Mystery Science Theater 3000]]'', for example.
-->
 
== তথ্যসূত্র ==