ইয়োজিম্বো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:জাপানি চলচ্চিত্র অপসারণ
Your Poltergeist O3 (আলোচনা | অবদান)
#WPWP #WPWPBN
১ নং লাইন:
{{উৎসহীন|date=মার্চ ২০১০}}
[[চিত্র:Kaze no Yojimbo.png|থাম্ব|'''''ইয়োজিনবো''''']]
 
'''''ইয়োজিনবো''''' ([[জাপানি ভাষা|জাপানি ভাষায়]]: 用心棒 ''য়োওজিম্‌বোও'') [[আকিরা কুরোসাওয়া]] পরিচালিত [[জিদাইগেকি]] চলচ্চিত্র। এক বেনামী [[সামুরাই|সামুরাইকে]] কেন্দ্র করে নির্মীত এই ছবিটি ১৯৬১ সালে মুক্তি পায়। যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় সামুরাই যোদ্ধাটি প্রভুহীন হয়ে পড়েছে। এ ধরনের সামুরাইকে ''রোনিন'' বলা হয়। যাত্রাপথে সে এমন এক শহরে এসে পড়ে, দুই পরিবারের কলহের কারণে যেখানকার পরিস্থিতি চূড়ান্ত সহিংস রূপ ধারণ করেছে। সে দুই পরিবারকেই তাকে দেহরক্ষী হিসেবে ভাড়া করার আহ্বান জানায়। এক পরিবারকে বলে অন্য পরিবারের হাত থেকে তাদেরকে রক্ষা করবে, আবার আরেক পরিবারে গিয়েও একই কথা বলে। বিভিন্ন উস্কানি ও কৌশলের মাধ্যমে দুই পক্ষকেই নির্মূল করে, তরবারির মাধ্যমে শহরে শান্তি প্রতিষ্ঠা করে। দুই পক্ষ পারস্পরিক কলহে নিশ্চিহ্ন হয়ে যায়।