আলাপ:মুম্বই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
→‎মুম্বই, মুম্বাই: ২ বার সম্পাদনা দ্বন্দ্বের পর ++
Ragib (আলোচনা | অবদান)
২৩ নং লাইন:
রাগিব ভাই আমার বক্তব্যটি বুঝতে পেরেছেন। আমি মুম্বাই কথাটিকে অপ্রচলিত বলতে চাইছি না। কয়েকটি ক্ষেত্রে কেউ কেউ মুম্বাই লেখেন। কিন্তু বহুল প্রচলিত ও সঠিক বানানটি হল মুম্বই। ধন্যবাদ --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|talk]]) ১৭:০০, ২০ নভেম্বর ২০০৯ (UTC)
:::"মুম্বাই"কে "মুম্বই" করার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আমি কোনো আপত্তি করিওনি। যদি এ নিবন্ধের সম্ভাব্য পাঠক একে "মুম্বই" বলেই জানেন এবং এ নামটিই ব্যবহার করে থাকেন তাহলে তা এ নামেই সরিয়ে নেওয়া উচিত। নেমিং কনভেশন এখানে দেওয়া উদ্দেশ্য হল সঠিক নাম এবং প্রচলিত নাম বা বানান নিয়ে যে দ্বন্দ্ব প্রায়সই দেখা যায় তা প্রশমন করা। এ পাতাটি থেকে খুব সহজেই ধারণা পাওয়া যাবে, কেন উইকিপিডিয়া প্রচলিত বানান বা নামকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আশা করি নেমিং কনভেনশন অনেকেরই কাজে আসবে।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৭:১০, ২০ নভেম্বর ২০০৯ (UTC)
 
::::ধন্যবাদ বেলায়েত। বাংলাতে কি নেমিং কনভেনশনের পাতাটি আছে? না থাকলে ঐ পাতাটি অনুবাদ অথবা বাংলা উইকিতে ব্যবহৃত নীতি দিয়ে একটি পাতা রাখা যায়, যাতে এই সংক্রান্ত রীতি ও নীতিমালা থাকবে। [[উইকিপিডিয়া:নামকরণের নীতিমালা]] এই শিরোনামে এটা রাখা যেতে পারে। ---[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ১৭:১৩, ২০ নভেম্বর ২০০৯ (UTC)
"মুম্বই" পাতায় ফেরত যান।