আলাপ:মুম্বই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আমার মত
১৩ নং লাইন:
 
ব্যাপারটি নিঃসন্দেহে প্রশাসনিক, তাই আমার মতে ভারতের সরকারি বানান ও উচ্চারণকেই প্রাধান্য দেওয়া উচিৎ। ভারতে ব্যাপারে বাংলাদেশের প্রচলনকে প্রাধান্য দেওয়া অনুচিত বলে মনে করি। তাছাড়া আন্তর্জাতিক হওয়ায় কোনো দেশকেই প্রাধান্য দেওয়া উচিৎ নয়। সবসময় সবচেয়ে সঠিকটা আসুক, এই চাওয়া, ভুলটা, কিন্তু প্রচলিত হলে তা রেফারেন্সসহকারে থাকলো, কিন্তু প্রাধান্য সঠিকটারই পাওয়া উচিৎ। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১২:০৩, ২০ নভেম্বর ২০০৯ (UTC)
 
ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গেও দেখি অনেক নামী সংবাদমাধ্যমে বাংলাদেশের স্থাননাম বা ব্যক্তিনাম ভুল বানানে লেখা হয়। অভ্যাসটা এতটাই মজ্জাগত যে ভুলটাকেই লোকে সঠিক ভাবতে শুরু করে। এখানেও ব্যাপারটা সম্ভবত তাই হয়েছে। তাছাড়া মুম্বই লেখা হলেও উচ্চারণটা হয় মুম্বাই (যেমন আমরা লিখি কলকাতা, কিন্তু বলি কোলকাতা)। তাই যাঁরা দেবনাগরী পড়তে পারেন না, তাঁরা ভুল করে থাকেন। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|talk]]) ১৫:১৫, ২০ নভেম্বর ২০০৯ (UTC)
"মুম্বই" পাতায় ফেরত যান।