শ্রীলঙ্কা সেনাবাহিনী নারী শাখা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সজীব এস (আলোচনা | অবদান)
অকার্যকর তথসূত্র মোছা হলো
সজীব এস (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩২ নং লাইন:
১৯৭৯ সালের ১ সেপ্টেম্বর [[সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা)|শ্রীলঙ্কার সেনাকমান্ডার]] জেনারেল [[ডেনিস পেরেরা]]র স্বপ্নের প্রতিফলন হিসেবে 'শ্রীলঙ্কা সেনাবাহিনী নারী শাখা' কোরটি গড়ে ওঠে। এই কোরে দুইটি নিয়মিত ব্যাটেলিয়ন ও পাঁচটি সংরক্ষিত ব্যাটেলিয়ন রয়েছে। এই কোর বানানোর উদ্দেশ্য হচ্ছে পুরুষদেরকে টেলিফোন অপারেটর, কম্পিউটার অপারেটর, নার্স-করণিক দায়িত্ব থেকে দূরে রাখা অর্থাৎ পুরুষদেরকে সম্মুখ সমরের ক্ষেত্রে রেখে নারীদেরকে অসমর-কাজে নিয়োজিত রাখাই হচ্ছে এ শাখার উদ্দেশ্য। লেফটেন্যান্ট কর্নেল এ. ডব্লিউ. থাম্বিরাজা ছিলেন ১ম নিয়মিত ব্যাটেলিয়নের প্রথম অধিনায়ক।
 
যুদ্ধ ক্ষেত্রের চাহিদা মিটানোর লক্ষ্যে ১৯৯৬ সালের ১ জানুয়ারী অনুরাধাপুরের[[অনুরাধাপুরা]]র রণসেবাপুরে ২য় সংরক্ষিত ব্যাটেলিয়ন তৈরি করা হয়। নিয়মিত সামরিক বাহিনীর কিছু কর্মকর্তাকে এই ইউনিটে আনা হয়েছিল নেতৃত্ব কাঠামো গঠন করার জন্য। লেফটেন্যান্ট কর্নেল এইচ. এল. উইরাতুঙ্গা এই ইউনিটের প্রথম অধিনায়ক ছিলেন। এই ইউনিটের সদস্যরা [[শ্রীলঙ্কার গৃহযুদ্ধ]] চলাকালীন সম্মুখ সমরে অংশগ্রহণ না-করলেও নিরাপত্তা বেষ্টনী তৈরী করা, সাধারণ মানুষের তল্লাশী ও লাঠিচার্জ করা, যুদ্ধের রুট ক্লিয়ারিং করা, ক্যাম্প নিরাপত্তার কাজ ও অন্যান্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজ করেছে।
 
উত্তর এবং পূর্ব প্রদেশের নিরাপত্তা ব্যবস্থার দ্রুত অবনতি ঘটার ফলে ১৯৯৭ সালের ১৫ নভেম্বর ৩য় সংরক্ষিত ব্যাটেলিয়ন গঠন করা হয়। এর দুই দিন পর বোরেল্লাতে কোরটির রেজিমেন্টাল কেন্দ্র (সেন্টার) বানানো হয়। ১৭ নভেম্বর ১৯৯৭ এই কোরের রেজিমেন্টাল কেন্দ্র (সেন্টার) বানানোর কারণে প্রতি বছর ১৭ নভেম্বর 'আর্মি ওমেন্স কোর এ্যানিভার্সারী ডে' (সেনা নারী শাখা প্রতিষ্ঠা দিবস) দিবস পালিত হয়। রেজিমেন্টের কেন্দ্রের ভূমিকা হচ্ছে শাখাটির সেনাদের প্রশাসন ও সমন্বয় করা। মেজর জেনারেল ডব্লিউএএ ডি সিলভা ছিলেন রেজিমেন্টের প্রথম 'কর্নেল কমান্ড্যান্ট' (কর্নেল সেনানায়ক) এবং লেঃ কর্নেল এমএইচপিএস পেরেরা ছিলেন প্রথম 'কেন্দ্র অধিনায়ক'।
 
এ কোরের সদস্যরা কন্ট্রোল টাওয়ার অপারেটর, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার টেকনিশিয়ান, রেডিও ম্যাটেরিয়াল টেলিটাইপিস্ট, অটোমোটিভ মেকানিক, এভিয়েশন সাপ্লাই পার্সোনেল, ক্রিপ্টোগ্রাফার, চিকিৎসক-সেবিকা, আইনজীবী, প্রকৌশলী এবং ফটোগ্রাফার হিসেবে কাজ করে থাকে।<ref name="sundayobserver.lk"/>
 
==ইউনিট সমূহ==