রোজা (তামিল চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Fix
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
| আয় =
}}
'''''রোজা''''' ({{lang-ta|ரோஜா}}; {{lang-bn|গোলাপ ফুল}}) হচ্ছে ১৯৯২ সালের একটি তামিল ভাষার ভারতীয় চলচ্চিত্র, যেটিযা রচনা এবং পরিচালনা করেনকরেছেন [[মণি রত্নম]]। চলচ্চিত্রটিতে [[অরবিন্দ স্বামী]] এবং [[মধু (অভিনেত্রী)|মধু]] মুখ্য ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি মণি হিন্দি, তেলুগু মারাঠি এবং মালায়ালাম ভাষায় অনুবাদ করে মুক্তি দিয়েছিলেন। চলচ্চিত্রটি [[ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার - তামিল]] জিতেছিলো।
 
তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই ''রোজা'' ছিলো ১৯৯২ সালের অন্যতম জনপ্রিয় তামিল চলচ্চিত্র। ভারতে জঙ্গীবাদ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি মণি দ্বারা পরিচালিত প্রথম প্রকল্প, তিনি এর পর একই ধরনের আরো দুটি চলচ্চিত্র বানান, একটি ''[[বম্বে (চলচ্চিত্র)|বম্বে]]'' (১৯৯৫) অন্যটি ''[[দিল সে..]]'' (১৯৯৭)।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.cinescene.com/names/maniratnam.html | শিরোনাম=FROM THE HEART&nbsp;– The Films of Mani Ratnam | প্রকাশক=Cinescene.com | সংগ্রহের-তারিখ=4 April 2011 | শেষাংশ=Padua | প্রথমাংশ=Pat | আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160303170916/http://www.cinescene.com/names/maniratnam.html | আর্কাইভের-তারিখ=3 March 2016}}</ref>
 
ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতকার এ আর রহমান এই ''রোজা'' দ্বারা তার চলচ্চিত্র সঙ্গীত জীবন শুরু করেছিলেন এবং এই চলচ্চিত্রটির সঙ্গীত ব্যাপক জনপ্রিয় হয়েছিলো। তিনি সেরা চলচ্চিত্র সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ফিল্মফেয়ার পুরস্কার সেরা সঙ্গীত পরিচালক এবং তামিলনাড়ু প্রদেশ সরকারী চলচ্চিত্র পুরস্কারঃ সেরা সঙ্গীতকার জিতেছিলেন। নব্বইয়ের দশক জুড়ে এই ''রোজা'' চলচ্চিত্রের তামিল সহ হিন্দি অনুবাদ করা গানগুলোও [[মুম্বই]] শহরে জনপ্রিয় ছিলো।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=A.R. Rahman makes history with record breaking audio cassette sales of his debut film Roja|ইউআরএল=http://indiatoday.intoday.in/story/a.r.-rahman-makes-history-with-record-breaking-audio-cassette-sales-of-his-debut-film-roja/1/292590.html|কর্ম=[[India Today]]|তারিখ=15 January 1994}}</ref> [[এ আর রহমান]] এই চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য [[শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল]] জিতেছিলেন। পরিচালক [[মণি রত্নম]]কে [[শ্রেষ্ঠ পরিচালক বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার]] দেওয়া হয়েছিলো।
 
==কাহিনীসংক্ষেপ==
কাশ্মীর প্রদেশের শ্রীনগরে সন্ত্রাসীদের সঙ্গে আধা-সামরিক বাহিনীর লড়াইয়ে ওয়াসিম খান নামক এক জঙ্গি গ্রেফতার হয়। এই কাশ্মীরেই তামিলনাড়ু থেকে নববিবাহিত দম্পতি ঋষি-রোজা বেড়াতে আসে, ঋষি একজন সরকারী কর্মকর্তা। ঋষিকে একদা ওয়াসিম খানের দলের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গাড়িতে তুলে নিয়ে যায় তার স্ত্রীর সামনেই। তার স্ত্রী প্রথমে পুলিশের কাছে যায় কিন্তু কোনো সাহায্য পায়না এরপর সে কাশ্মীর রাইফেলসের সেক্টর কমান্ডার (শ্রীনগর) কর্নেল রাইয়াপ্পার কাছে সাহায্য চাইলে সে সাহায্যের প্রতিশ্রুতি দেয় এবং মূলত কর্নেল রাইয়াপ্পার সহায়তায়ই রোজা তার স্বামী ঋষিকে ফিরে পায়।