বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hekerui (আলোচনা | অবদান)
nevermind
Pravata (আলোচনা | অবদান)
২১৬ নং লাইন:
 
জয়ন্ত দা Twinkle এবং Friendly গ্যাজেট দুটো কি বাংলা উইকিপিডিয়াতে কাজ করে? কি করলে তা কাজ করবে? যদি কাজ করার কোনো সম্ভবনা না থাকে তাহলে গ্যাজেট দুটো সরিয়ে দেওয়া উচিত মনে হয়।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৬:৩১, ১৫ নভেম্বর ২০০৯ (UTC)
 
== অবদানকারিদের শোষন এবং বঞ্চনা ==
 
[[চিত্র:Hammer and Sickle..png|70px]]প্রিয় প্রভাত আশা রাখছি আপনি ভাল আছেন। কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে যে উইকিপিডিয়ায় অবদানকারিদের উপর এক ধরনের শোষন এবং বঞ্চনা হয়ে চলেছে। প্রশাসকরা বারবার লেখকদের (যারা অবদান রাখেন) বিভিন্ন স্বাধীন চিন্তাভাবনায় বাধা দিচ্ছেন। সবসময় যে তা উইকিপিডিয়ার মঙ্গলের জন্যই দিচ্ছেন তা নয়। অবদানকারিরা কার্যত ক্রীতদাসে পরিণত হয়েছে। তাই এই শোষন রোধ করতে আমি এবং আরো কয়েকজন উইকিপিডিয়ান ঠিক করেছেন যে বর্তমান বুর্জোয়া শাসকদের ক্ষমতাচ্যুত করে এবং উইকিপিডিয়ার প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা জয় করে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই শোষনের অবসান ঘটানো। কারন উইকিপিডিয়ায় এখন যেটা চলছে সেটা হচ্ছে সামন্ততন্ত্র। তাই আমরা ঠিক করেছি সমাজতন্ত্রের লক্ষ্যে পৌছানর জন্য জনগণতান্ত্রিক বিপ্লব করে উইকিপিডিয়াকে মার্ক্সবাদী-লেনিনবাদী পন্থায় পরিচালিত করা। তাই আজ ১৮ নভেম্বর ২০০৯ খ্রীষ্টাব্দ, ৪ অগ্রহায়ণ ১৪১৬ বঙ্গাব্দে ঐতিহাসিক নভেম্বর (অক্টোবর) বিপ্লবের মাসে আমি উইকিপিডিয়ার কমিউনিস্ট পার্টি-র (Communist Party of Wikipedia) প্রতিষ্ঠা ঘোষনা করলাম। আশা করি আপনিও আমার সাথে একমত হয়ে পার্টির সদস্যপদ গ্রহণ করবেন। - বিপ্লব দীর্ঘজীবী হোক [[User:Pravata|শ্রিল শ্রিযুক্ত বাবু প্রভাত কুমার বন্দোপাধ্যায়]] ([[User talk:Pravata|talk]]) ০৬:২২, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)