হুসাইন আহমদ মাদানি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Buidhe (আলোচনা | অবদান)
(GR) File renamed: File:Hussain Ahmad Madani 6.jpgFile:Islamic scholars Hussain Ahmad Madani and Hifzur Rahman Seoharwi with Rajendra Prasad, the First President of India.jpg Criterion 2 (meaningless or ambiguous name) · "Hussain Ahmad Madani 6" appears a meaningless name, when he is not alone in the image
উইকিশৈলী ও সংশোধন চলছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫৬০ নং লাইন:
মাদানি লেখক হিসেবেও সমাদৃত ছিলেন। তিনি [[ধর্ম]], [[অর্থনীতি]] এবং [[জাতীয়তাবাদ]] সম্পর্কে অসংখ্য বই লিখেছিলেন।{{sfn|তালাত সুলতানা|২০১৪|p=১০০}} ''[[মুত্তাহেদায়ে কাওমিয়াত আওর ইসলাম]]'' তার সর্বাধিক উল্লেখযোগ্য রচনা। এই বইয়ে তিনি সম্মিলিত [[জাতীয়তাবাদ]] ও অখণ্ড ভারতের পক্ষে কথা বলেছেন। বিভিন্ন সময়ে দেওয়া তার বক্তৃতা সমূহ সংকলন করেও কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তার রচনার মূল্যায়ন করে [[সত্যেন সেন]] লিখেছেন,<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.amarebook.com/british-birodhi-musolmander-vumika/|শিরোনাম=ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা|শেষাংশ=সেন|প্রথমাংশ=সত্যেন|লেখক-সংযোগ=সত্যেন সেন|অধ্যায়ের-বিন্যাস=হুসাইন আহমদ মাদানি|বছর=ফেব্রুয়ারি ১৯৮৬|প্রকাশক=জাতীয় সাহিত্য প্রকাশ|অবস্থান=ঢাকা, বাংলাদেশ|পাতাসমূহ=১৯৭—২১০|asin=B07NNTKH8L|আইএসবিএন=984-70000-0256-0|সংস্করণ=১ম|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ|সংগ্রহের-তারিখ=২১ ফেব্রুয়ারি ২০২১|আর্কাইভের-তারিখ=৩০ জানুয়ারি ২০২১|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20210130223156/https://www.amarebook.com/british-birodhi-musolmander-vumika/|ইউআরএল-অবস্থা=কার্যকর}}</ref>
{{উক্তি|text=“ধর্মীয় ব্যাপারে মাওলানা [[হুসাইন আহমদ মাদানি]]র দৃষ্টি ছিল অত্যন্ত গভীর ও উদার। উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস এবং [[মুসলিম]] দেশগুলির সঙ্গে পাশ্চাত্য শক্তিগুলির আন্তর্জাতিক অবস্থা সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। তাঁর মত একান্ত ধর্মপ্রাণ একজন মাওলানার পক্ষে এটা কি করে সম্ভব হয়েছিল, সে কথা ভাবতে গেলে বিস্ময়ের অন্ত থাকে না। মাওলানা মাদানি সমাজ ও রাষ্ট্রের সমস্যাগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। উপমহাদেশের রাজনীতি ও অর্থনীতি এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁর যে সমস্ত রচনা আছে, তা থেকে এর যথেষ্ট পরিচয় পাওয়া যায়।”}}
 
== পরিবার ==
[[ভারত|ভারতের]] [[আজমগড়|আজমগড়ের]] এক মহিলার সাথে তার প্রথম বিবাহ সম্পন্ন হয়। এই সংসারে তার দুটি কন্যা জন্মগ্রহণ করেছিল। বড় মেয়ে জোহরা, যিনি চৌদ্দ বছর বয়সে সিরিয়া যাওয়ার পথে অ্যাড্রিয়োনপল শহরে মৃত্যুবরণ করেন। তাকে সেখানেই কবর দেওয়া হয়েছিল। এর খুব অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় কন্যাও মারা যায়। তারপরে তার প্রথম স্ত্রী দীর্ঘস্থায়ী জ্বর এবং যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।{{sfn|তালিমি বোর্ড|২০১৭|p=১০৯–১১৩}}
 
এরপর তিনি [[মোরাদাবাদ জেলা|মোরাদাবাদের]] হাকিম গোলাম আহমদের জ্যেষ্ঠ কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সংসারে তার দুই পুত্র আখলাক আহমদ এবং আশফাক আহমদ জন্মলাভ করেছিল। আখলাক আহমদ আট বছর বয়সে এবং আশফাক আহমদ দেড় বছর বয়সে [[মদিনা|মদিনায়]] মৃত্যুবরণ করেন। তাদের মা-ও সিরিয়া যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। মাদানি [[মাল্টা|মাল্টায়]] কারাবন্দি অবস্থায় এই সমস্ত ঘটনা ঘটেছিল।{{sfn|তালিমি বোর্ড|২০১৭|p=১০৯–১১৩}}
 
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পরে তিনি হাকিম গোলাম আহমদের দ্বিতীয় কন্যাকে বিয়ে করেন। এই সংসারে তিনি দুটি সন্তানের জন্মদান করেন: [[আসআদ মাদানি]] এবং মাজেদা নামে এক কন্যা। মাজেদা শৈশবেই মারা যায়, তখন মাদানি [[সিলেট জেলা|সিলেটে]] অবস্থান করছিলেন। ১৯৩৬ সালের ৫ নভেম্বর তার এই স্ত্রী মারা যান, যখন [[আসআদ মাদানি]]র বয়স ছিল ৯ বছর। তাকে [[মাজারে কাসেমি]]তে সমাহিত করা হয়।{{sfn|তালিমি বোর্ড|২০১৭|p=১০৯–১১৩}}
 
তার তৃতীয় স্ত্রীর মৃত্যুর এক সপ্তাহ পরে তিনি [[সিলেট জেলা|সিলেট]] যাচ্ছিলেন, যা প্রতি রমজানে তার রীতি ছিল। আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে দেখা করার জন্য তিনি কয়েক দিন তান্দায় থেমেছিলেন। এখানেই চাচাত ভাই বশিরুদ্দিনের মেয়ের সাথে তার বিবাহের প্রস্তাব করা হয়। তখন মাদানির বয়স ষাটের কাছাকাছি এবং মেয়ের বয়স ২২ বছর। বয়সের এই বিশাল ব্যবধানের কারণে মাদানি প্রথম দিকে এই বিবাহে আগ্রহী ছিলেন না। পরবর্তীতে আত্মীয়স্বজনের চাপ এবং [[ইস্তেখারার নামাজ|ইস্তেখারা]] করে এই বিবাহে রাজি হন। এই সংসারে তার দুই পুত্র ও পাঁচ মেয়ে জন্মগ্রহণ করে। দুই ছেলের নাম [[আরশাদ মাদানি]] ও আসজাদ মাদানি। পাঁচ কন্যার নাম রাইহানা, সাফওয়ানা, রুখসানা, ইমরানা এবং ফারহানা। এই সব সন্তান জন্মগ্রহণ করেছিল এমন এক সময়ে যখন তার বয়স সত্তর বছরের বেশি। তার কনিষ্ঠ সন্তান আসজাদ মাদানি জন্মগ্রহণের সময় তার বয়স ছিল আশি বছর। তার এই স্ত্রী ২০১২ সালের ৫ জুলাই ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।{{sfn|তালিমি বোর্ড|২০১৭|p=১০৯–১১৩}}
 
== মৃত্যুবরণ ==