তাইওয়ান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৯ নং লাইন:
তাইওয়ান দ্বীপের মূল ভূখণ্ড ফুরমোজা ([[পর্তুগিজ ভাষা|পর্তুগিজে]] Ilha Formosa ''ইলিয়া ফ়ুর্‌মোজ়া'' অর্থাৎ''সুন্দরী দ্বীপ'') নামেও পরিচিত যা [[পূর্ব এশিয়া|পূর্ব এশিয়ার]] চীনা মূল-ভূখন্ড তীরবর্তী অঞ্চল এবং [[জাপান|জাপানের]] মূল-ভূখন্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জাপানের [[রিউকিউ দ্বীপপুঞ্জ|রিউকিউ দ্বীপপুঞ্জের]] ঠিক পশ্চিমেই তাইওয়ান দ্বীপের অবস্থান। এর পূর্বে [[প্রশান্ত মহাসাগর]], দক্ষিণে [[দক্ষিণ চীন সাগর]] ও লুজন খাড়ি, পশ্চিমে তাইওয়ান খাড়ি এবং পূর্বে [[পূর্ব চীন সাগর]] অবস্থিত। দ্বীপটি ৩৯৪ কিলোমিটার (২৪৫ মাইল) দীর্ঘ এবং ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) প্রশস্ত। এখানে কাড়া পর্বত ও ট্রপিকাল বন রয়েছে।
 
তাইওয়ানের মোট লোকসংখ্যা প্রায় ২ কোটি ৩০ লক্ষ। তন্মধ্যে হোকলো সম্প্রদায় সর্বাধিক এবং আরো আছে হাক্কা, প্রাচীন তাইওয়ানবাসী, চীনা তাইওয়ানবাসী, প্রবাসী তাইওয়ানবাসী প্রমূখ সম্প্রদায়। প্রধান ভাষা হচ্ছে ম্যান্ডারিন এবং উপভাষা সমূহ হচ্ছে তাইওয়ানি(মিননান উপভাষা), হাক্কা উপভাষা ইত্যাদি। উচ্চপ্রযুক্তি, উষ্ণমন্ডলীয় কৃষিজাতপণ্য প্রভৃতি রপ্তানি করে অজস্র বৈদেশিক মুদ্রা বিনিময় করে। ন্যানোপ্রযুক্তি, অপ্টো ইলেকট্রনিক, পর্যটন প্রমূখ শিল্প তাইওয়ানের উন্নয়নে সহায়ক।
 
==বহিঃসংযোগ==