শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইফতেখার (আলোচনা | অবদান)
ইফতেখার (আলোচনা | অবদান)
.
১ নং লাইন:
{{Notability}}
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (Institute of Education & Research),ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি আধা-স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি আই,ই,আর নামেই বেশী পরিচিত। শিক্ষা বিষয়ক উচ্চতর পড়াশোনার জন্য বাংলাদেশে এটাই প্রথম এবং একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।প্রতিষ্ঠান{{fact}}। দেশের শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যোগ্য শিক্ষক, শিক্ষাবীদ ও শিক্ষাবিজ্ঞানী গড়ে তোলার লক্ষ নিয়ে ইনস্টিটিউটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইনস্টিটিউট হিসেবে USAID এর অর্থায়নে কলোরাডো স্টেট কলেজের( বর্তমানে University of Northern Colorado) টেকনিকাল সহায়তায় ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করা হয়।
 
শুরুর দিকে IER ২ বছরে মাস্টার্স অব এডুকেশন কোর্স চালু করে। এরপর প্রায় এক দশক পর দুই বছরের এই কোর্সকে ১ বছরের ডিপ্লোমা-ইন-এডুকেশন ও ১ বছরের মাস্টার্স-ইন-এডুকেশন এই দুই ভাগে ভাগ করে। নব্বইএর দশকের মাঝামাঝি সময়ে IER শিক্ষাক্ষেত্রের জন্য বিশেষায়িত জনশক্তির প্রয়োজন অনুভব করলে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষ থেকে ৩ বছরের ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) কোর্স চালু করে এবং ১ বছরের ডিপ্লোমা কোর্সটি বন্ধ করে দেয়। এরপর ১৯৯৮-৯৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ের আন্ডারগ্রাজুয়েট কোর্সের সময় এক বছর বাড়ানো হলে IER-ও তার আন্ডারগ্রাজুয়েট কোর্সটির সময় চার বছর করে।