প্রিয়ম্বদা দেবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
 
==জন্ম ও প্রারম্ভিক জীবন==
প্রিয়ম্বদা দেবীর জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলার গুনাইগাছা গ্রামে মাতামহের কর্মক্ষেত্রে। পৈতৃক নিবাস ছিল যশোরে। তার পিতা কৃষ্ণকুমার বাগচি। মায়ের সঙ্গে মাতুলালয়েই তাঁর জীবন কেটেছে। মাতা [[প্রসন্নময়ী দেবী]]ও একজন কবি ছিলেন।ছিলেন।মায়ের প্রখ্যাতসঙ্গে মাতুলালয়েই তাঁর জীবন কেটেছে।প্রখ্যাত সাহিত্যিক [[প্রমথ চৌধুরী]] ও [[আশুতোষ চৌধুরী]] ছিলেন তাঁর মাতুল। প্রিয়ম্বদা ১৮৮৮ খ্রিস্টাব্দে বেথুন স্কুল থেকে এন্ট্রান্স এবং বেথুন কলেজ থেকে এফ.এ ও ১৮৯২ খ্রিস্টাব্দে বি.এ পাশ করেন। ওই বছরেই [[মধ্য প্রদেশ |মধ্য প্রদেশের]] [[রায়পুর|রায়পুরের]] আইনজীবী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯৫ খ্রিস্টাব্দে তাঁর স্বামী মারা যান এবং ১৯০৬ খ্রিস্টাব্দে তাঁর একমাত্র পুত্র ও মারা গেলে তিনি সমাজসেবা এবং কাব্যচর্চাকে জীবনের অঙ্গ করেন হয়ে ওঠেন দুঃখবাদী কবি।<ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৪৩৫, {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref>
 
==কাব্যচর্চা==
ছাত্রাবস্থাতেই প্রিয়ম্বদার প্রথম কবিতা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। তাঁর প্রথম গ্রন্থ "রেণু"-১৯০০ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই সারা পড়ে যায়। <ref name="সাহিত্যসঙ্গী">{{cite book | title=সংসদ বাংলা সাহিত্যসঙ্গী | publisher= সাহিত্য সংসদ, কলকাতা | author= শিশিরকুমার দাশ | year=২০১৯ | pages=১৩২ | আইএসবিএন =978-81-7955-007-9|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ }}</ref> প্রিয়ম্বদা দেবীর কবিতাগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রেণু (১৯০১), পত্রলেখা (১৯১০), অংশু (১৯২৭) এবং তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থ "চম্পা ও পারুল"-১৯৩৯ বিশেষ উল্লেখযোগ্য।