বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
Bellayet (আলোচনা | অবদান)
৪৬ নং লাইন:
 
:[[আলাপ:উদীচী গণসাংস্কৃতিক সংগঠন]] পাতায় বিঃদ্রঃ অংশটুকু আপনার লেখা। যেখানে আপনি খুবই আত্মবিশ্বাসের সাথে বলার চেষ্টা করেছেন যে সংগঠন দুটো এক নয়। নিবন্ধে তথ্যসূত্র চাওয়া আর কোনো নির্দিষ্ট তথ্যে তথসূত্র চাওয়া একই ব্যাপার হলো না। কোনো নির্দিষ্ট তথ্যে তথ্যসূত্র চাওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন তথ্যে তা চাওয়া হচ্ছে এবং এও খেয়াল রাখতে হবে ট্যাগটি ঠিক জায়গায় দেওয়া হচ্ছে কিনা, যাতে সঠিক ভাবে নররূপন করা যায়, কোন তথ্যের জন্য সূত্র চাওয়া হচ্ছে। আর নিবন্ধে এভাবে কেবল ট্যাগ লাগিয়ে উইকিকে শক্তিশালী করার চেয়ে তথ্যসূত্র খুঁজে যোগ করলে উইকি আরও বেশি শক্তিশালী হবে। তাই আশা করবো নিবন্ধের মানোন্নয়নে মনোযোগ দিবেন। ধন্যবাদ।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৭:৩৭, ১১ নভেম্বর ২০০৯ (UTC)
 
== হাঙ্গরের প্রজাতির বাংলা নাম ==
 
হাঙ্গরের বিভিন্ন প্রজাতির বাংলা নাম কি আপনি নিজে তৈরি করছেন? কারণ এ ধরনের হাঙ্গরের প্রজাতির নাম বাংলা ভাষায় ব্যবহৃত হয় না বলে আমি জানি। যদি আপনি শুধু মাত্র নামগুলো অনুবাদের খাতিরে অনুবাদ করে থাকেন, তাহলে পরামর্শ দিবো নাম গুলো বাংলায় অনুবাদ না করার। কারণ ঐ প্রজাতিগুলো বাংলা ভাষায় ঐ নামে পরিচিত নয়। ফলে বাংলা নাম গুলো হবে আপনার নিজের মনগড়া। আর উইকিপিডিয়াতে মনগড়া বা নিজের গবেষণার কোনো তথ্য রাখা যাবে না। আর যদি যদি আসলেই এ নামে পরিচিত বলে দাবি করেন তাহলে অনুগ্রহ করে তথ্যসূত্র প্রদান করুন। আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৩:১৬, ১৪ নভেম্বর ২০০৯ (UTC)