উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা/মণিরত্ন মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
মণিরত্ন মুখোপাধ্যায় পাতাটি মুছে ফেলা অনৈতিক হয়েছে। যথাযথ Links ও Refs সহ পাতাটি শুরু করা হয়েছিল । লেখকের লেখার পুঙ্খানুপুঙ্খ তালিকা ছিল৷ তিনি একজন এসময়ের উল্লেখযোগ্য লেখক ৷ বহু উপন্যাস গল্প একাধিক নামকরা পত্রিকায় প্রকাশিত হয়েছে তার তালিকা ও লিঙ্ক ছিল ৷ এবং উল্লেখযোগ্য যে, পাতাটি সদ্য তৈরী করা হয়েছে। ক্রমশ Update করা হচ্ছিল। প্রশাসক এত কম ধৈর্য্যশীল হলে মুশকিল ৷ এবং যিনি অপসারণে মত দিয়েছেন তিনিও দায়সারা ভাবে লেখক নয় বলেছেন ৷ এটাও অনৈতক ৷ পাতাটি দ্রুত ফেরানো হোক। দাবি জানাচ্ছি ৷ [[ব্যবহারকারী:Dr. Bir|Dr. Bir]] ([[ব্যবহারকারী আলাপ:Dr. Bir|আলাপ]]) ০৩:৫৩, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
:{{উ|Dr. Bir}}এই নিবন্ধ অপসারণ প্রসঙ্গে পরবর্তী সকল আলোচনা এই পাতায় করার জন্য অনুরোধ করছি। <span style="background-image: linear-gradient(to right, gray, #F8F8F8); padding:2px 5px; font-size:12px;">[[User:Hirok Raja|<span style="color:#fff">হীরক রাজা</span>]] [[File:Chat Flat Icon GIF Animation.gif|20px|link=User talk:Hirok Raja]]</span> ০৪:৪৪, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
::@[[ব্যবহারকারী:Dr. Bir|Dr. Bir]]: আনা হল। [[ব্যবহারকারী:Dr. Bir/মণিরত্ন মুখোপাধ্যায়]] দেখুন। বইমেলা, বইক্রাট, সানিতা বুক সপ ইত্যাদি (বই বিক্রির সাইটের লিঙ্ক) সূত্র বাদ দিয়ে, ওনাকে নিয়ে লেখালেখি হয়েছে, ওনার বইয়ের পর্যালোচনা হয়েছে এমন সূত্র দরকার। সূত্র অনলাইনে থাকতে হবে এমন কথা নেই, অফলাইন হলেও হবে। দয়া করে তথ্যসূত্রের উন্নতি না ঘটিয়ে মূল নামে স্থানান্তর করবেন না। -- &nbsp;[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৭:৪১, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
 
:::{{উ|আফতাবুজ্জামান}} ধন্যবাদ। পরামর্শ পেলে সেভাবে প্রবন্ধ উন্নত করাই যায়। বাংলা উইকিতে লেখার একটা অন্যতম বড়ো সমস্যা আমাদের জানা, অনেক নামজাদা/ উল্লেখযোগ্য লেখকই আছেন যাঁরা পুরস্কার পাননি। তাঁদের নিয়ে আলচনাও তেমন নেই। তাই সে ক্ষেত্রে সরাসরি লেখকের লেখার তথ্য ও লেখা পর্যালোচনা করা ছাড়া উপায় থাকে না। যেমন উদাহরণ হিসাবে আর একজন লেখকের কথা বলব নাম: চন্দ্রগুপ্ত মৌর্য। অন্তত ১৪টি উপন্যাস ও প্রচুর গল্প উল্লেখযোগ্য প্রকাশনা থেকে অনেকগুলি সংস্করণ প্রকাশিত, জ্ঞানপীঠের সদস্য ছিলেন, কিন্তু সেভাবে জীবনীগ্রন্থে বা রেফারেন্সে নেই। বাংলাদেশেও এরকম অনেকেই আছেন জানি। এঁদের নিয়ে লিখলে যদি পরামর্শ মেলে যে কি করলে উইকির নিয়ম অনুসরণ করা যায় তাহলে বাংলা উইকিরই লাভ। বুকসপের লিঙ্ক দিয়েছিলাম এই জন্যে যে একজন সম্পাদক 'লেখক নয়' বলে অভিযোগ করেছিলেন। এটা প্রমাণ যে বই গুলো আছে, এবং তা সঠিক প্রকাশনীর। আবার ধন্যবাদ জানাই @আফতাবুজ্জামানকে, পরামর্শর জন্য। আশা করবো বাংলা উইকির প্রকাশকরা আরো সহনশীল হবেন ও সঠিক পরামর্শ দেবেন, ডিলিট করার আগে আলোচনা করবেন সামগ্রিক উন্নয়নের স্বার্থে।। আমিও উন্নত মানের বিপক্ষে নয়। [[ব্যবহারকারী:Dr. Bir|Dr. Bir]] ([[ব্যবহারকারী আলাপ:Dr. Bir|আলাপ]]) ০৯:২২, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)
১৫ নং লাইন:
::::* ৬ নং: ভালো সূত্র
::::দাদা দেখতেই পাচ্ছেন, ২ ও ৬ নং বাদে বাকি সূত্রকে সূত্র বলা যায় না বা যথেষ্ট না। এমন সূত্র দরকার যেখানে ওনাকে নিয়ে লেখালেখি হয়েছে, ওনার বইয়ের পর্যালোচনা হয়েছে। সূত্রগুলি গজিয়ে উঠা সাইটের পরিবর্তনে ভালো মানের ওয়েসাইটের হওয়া উচিত।
::::@[[ব্যবহারকারী:Bodhisattwa|Bodhisattwa]] ও @[[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] কে আহ্বান জানাচ্ছি পর্যালোচনা করার। যেহেতু আপনারা পশ্চিমবঙ্গের, আপনারা আমার থেকে আরও ভালো জানবেন, আরও ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন। আপনারা মূল্যায়ন করে মূল নামে নিলে আমার আপত্তি নেই। -- &nbsp;[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৮:৩১, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)
 
::::{{উ|আফতাবুজ্জামান}}
৫২ নং লাইন:
::::::৮. দাদা, আপনি আমার পয়েন্টটাই প্রমাণ করলেন। উপরে লিখেছিলাম "না হলে প্রায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন, কোন সূত্র ছাড়া অমুক ব্যক্তি নিবন্ধ টিকে আছে কিন্তু এটি কেন অপসারণ করা হল, উইকিপিডিয়া দ্বিমুখী আচরণ করছে ইত্যাদি বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়।" আপনিও ঠিক একই প্রশ্ন করলেন যে এই ব্যক্তিদ্বয় তথ্যসূত্র ছাড়া কিভাবে টিকে রয়েছে। (জিজ্ঞাসা মেটাতে উত্তর: এদের একজন [[একুশে পদক]], আরেকজন [[প্রাইড অব পারফরম্যান্স]] পেয়েছে। মণিরত্ন মুখোপাধ্যায় এমন কিছু পেলে তো কথাই ছিল না।)
::::::৯. আপনি [[তপন বন্দ্যোপাধ্যায়]]কে নিয়ে লিখতে পারেন। তিনি অনুবাদে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন।
::::::দাদা এই ৮ নং প্রশ্নের সম্মুখীন না হতেই ও আরও নানা কারণে (উপরে বলেছি), এমন সূত্র দরকার যেখানে ওনাকে নিয়ে লেখালেখি হয়েছে, ওনার বইয়ের পর্যালোচনা হয়েছে। সূত্রগুলি গজিয়ে উঠা সাইটের পরিবর্তনে ভালো মানের ওয়েসাইটের হওয়া উচিত। তথ্যসূত্র না দিলে ভবিষ্যতে যে আরেকজন আবার অপসারণের প্রস্তাব করবেন না এমন নিশ্চয়তাও নেই। -- &nbsp;[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২২:৪০, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)
 
{{outdent|6}}
৯৪ নং লাইন:
:৭. [[বাঙালি সাহিত্যিকদের তালিকা (বর্ণানুক্রমিক)]] নিবন্ধে কারো নাম যোগ করলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হয়ে যাবে না। কথার কথা, সেখানে আমি আমার নাম যোগ করলে আমি কি উল্লেখযোগ্য হয়ে যাব। সুতরাং [[বাঙালি সাহিত্যিকদের তালিকা (বর্ণানুক্রমিক)]] নিবন্ধে নাম আছে, তাই তিনি উল্লেখযোগ্য, এটা কোন মানদণ্ড না। [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা#উল্লেখযোগ্যতার সাধারণ সূচক]] হল মানদণ্ড।
:এই হল আপনার প্রশ্নগুলি উত্তর।
:"লেখককে পুরস্কার পেতে হবেই কেন? বাংলাদেশের মতো সরকারি পুরস্কারের আধিক্য এখানে নেই কারণ বাংলা এখনে আরো আনেকগুলো রাষ্ট্রভাষার সঙ্গে বর্তমান। এখানে একটা ভালো লিটল ম্যাগাজিনের পুরস্কারও গুরুত্বপূর্ণ।" - এই কথা আমি মেনে নিচ্ছি ও একমত। তবে ২ লাইন উপরে বলেছি, যথেষ্ট ভালো সূত্র যোগ করা ছাড়া, মণিরত্ন মুখোপাধ্যায়কে মূল নামে নেওয়া হলে আগামীকাল আপনার মতই আরেকজন একই প্রশ্ন করবে: "কোন সূত্র ছাড়া মণিরত্ন মুখোপাধ্যায়ের নিবন্ধ কিভাবে টিকে আছে?" এই কারণে বারবার বলছি এমন সূত্র দরকার যা যা তুচ্ছ উল্লেখ নয়, যেখানে ওনাকে নিয়ে লেখালেখি হয়েছে, ওনার বইয়ের পর্যালোচনা হয়েছে। আমি এইও মেনে নিচ্ছু আমি পশ্চিমবঙ্গের সব কিছু জানি না। এই কারণে আমি আবারো {{উত্তর|Bodhisattwa|Jayantanth}} কে আহ্বান জানাচ্ছি পর্যালোচনা করার। তারা যদি নিবন্ধটিকে পর্যালোচনা করে মূল নামে নেয় তবে আমার আপত্তি নেই। [[ব্যবহারকারী:Dr. Bir|তন্ময় বীর দাদা]], আপনি দয়া করে জয়ন্তদা, বোধিদাকে এটি পর্যালোচনা করে মূল নামে নিতে অনুরোধ করুন। আমার কথায় কষ্ট পাবেন না। -- &nbsp;[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৮:০০, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)
: @[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]], আমার আলাপ পাতায় এই বিষয়ে মন্তব্য করার অনুরোধ করেছেন বলেই এখানে মন্তব্য করছি। উপরে অনেক আলোচনা হয়েছে, তাই উল্লেখযোগ্যতা বা তথ্যসূত্র নিয়ে সংশয় থাকার কথা নয়। তবে একটা নিবন্ধ অপসারণ করার প্রস্তাবের ৮ দিনের মধ্যেই নিবন্ধ অপসারণ হয়ে যায়, এটা মানা যায় না। নিবন্ধের প্রণেতাকে উত্তর দেওয়ার সময় দেওয়া উচিত বলে মনে করি। --- <span style="text-shadow:#ccc 3px 3px 2px;font-weight:bold;">[[ব্যবহারকারী:Tanay_barisha|<font color="#ff8000">ত</font><font color="#0000ff">ন</font><font color="#008000">য়</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Tanay barisha|✉]]</sup></span> ১৬:১৬, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)