শিপ্রা বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
{{সূত্র তালিকা}} যোগ
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
২০ নং লাইন:
==সংক্ষিপ্ত জীবনী==
 
শিপ্রা বসুর জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৪৫ খ্রিস্টাব্দের ৯ ই নভেম্বর এক সঙ্গীতানুরাগী পরিবারে। কৈশোরে তাঁর সঙ্গীতে হাতেখড়ি [[চিন্ময় লাহিড়ী|আচার্য চিন্ময় লাহিড়ীর]] কাছে। বিরল প্রতিভার গুণে আর সঙ্গীতাচার্যের তালিমে তিনি হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের এবং সেই সাথে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের  অসামান্য শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পরে লক্ষৌ ঘরানায় সামিল হয়ে শিক্ষা নেন [[বেগম আখতার|গজল রানী বেগম আখতারের]] কাছে প্রায় পনের বছর। এরপর বেনারস ঘরানার তালিম ন্যায়না  দেবীর কাছ থেকে। শিপ্রা বসু নিজের অধ্যবসায়ে  তাঁর আকর্ষণীয় কণ্ঠে, বিশুদ্ধ ও  সাবলীল উর্দু উচ্চারণে আর অসামান্য  গায়কীতে এক অনন্য গজল গায়িকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন ।  তবে তাঁকে হিন্দুস্তানি  উচ্চাঙ্গ সঙ্গীতের  মূল তালিম দেন বিশ্ববন্দিত ও যশস্বী [[রবিশঙ্কর|পণ্ডিত রবিশঙ্কর]]। <ref name = "NS">{{ ওয়েব উদ্ধৃতি | শিরোনাম = শিপ্রা বসুকে উচ্চাঙ্গ মূল তালিম ও পৃষ্ঠপোষকতা দেন পণ্ডিত রবিশংকর | ইউআরএল = http://newsstardom.in/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%b8%e0%a6%99/|সংগ্রহের-তারিখ =২০২০-১১-১০}}</ref> ১৯৮০ খ্রিস্টাব্দ হতে  পণ্ডিতজির কাছে তালিম নিয়ে মাইহার ঘরানাতেও দক্ষতা অর্জন করেন। 'গুরুশিষ্য পরম্পরায়' সঙ্গীত সাধনার মধ্য দিয়ে এক কিংবদন্তি সঙ্গীতশিল্পী হিসাবে  নিজের স্থান গড়ে তোলেন নিজের অধ্যবসায় আর দক্ষতায়। তিনি তাঁর পঁয়তাল্লিশ বছরের সঙ্গীত জীবনে দেশের বিভিন্ন স্থানে, ইয়োরোপের বহু দেশ, যুক্তরাজ্য, কানাডা অস্ট্রেলিয়া, আফ্রিকা পরিভ্রমণ করেন এবং  সঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করেন। এইচ এম ভি থেকে তাঁর গানের রেকর্ড প্রকাশিত হয়। তিনি "Rhyme Records" USA - An evening with Sipra Bose এর জন্য   ২০০১ -২০০২ খ্রিস্টাব্দে  ভারতের হিন্দুস্থানী উচ্চাঙ্গ  শাস্ত্রীয় সঙ্গীতের মহিলা শিল্পী হিসাবে [[গ্রামি অ্যাওয়ার্ড]] এর জন্য মনোনয়নও পেয়েছিলেন।<ref name = "MP">{{ ওয়েব উদ্ধৃতি |শিরোনাম = Music Parampara| ইউআরএল = http://www.musicparampara.com/foundation.html| সংগ্রহের-তারিখ = ২০২০-১১-১১|আর্কাইভের-তারিখ = ১০ আগস্ট ২০১৯|আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20190810204409/http://www.musicparampara.com/foundation.html|ইউআরএল-অবস্থা = অকার্যকর}}</ref> আকাশবাণী ও দূরদর্শনেও তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। ভজন, রাগপ্রধান বাংলা গান ও বৈঠকি গানে তিনি চিরস্মরণীয় অবদান রেখে গেছেন। ছায়াছবিত নেপথ্যে কণ্ঠদান করেছেন। তাঁর উল্লেখযোগ্য গানগুলি হল -
 
'''বাংলা রাগাশ্রয়ী'''