হায়াসিনথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১০ নং লাইন:
সেই চাকতিটির আঘাত লেগেই হায়াসিনথের মৃত্যু ঘটেছিল।<ref>[[Pseudo-Apollodorus]], 1. 3.3.</ref> গল্পে বৈচিত্র্য আনার জন্য একটি পাঠান্তরে বায়ুদেবতা [[জেফিরাস|জেফিরাসকে]] হায়াসিনথের মৃত্যুর জন্য দায়ী করা হয়।<ref>[[Lucian]], ''Dialogues of the Gods''; [[Servius]], commentary on [[Virgil]] ''Eclogue'' 3. 63; [[Philostratus]], ''Imagines'' 1. 24; Ovid ''[[Metamorphoses]]'' 10. 184.</ref> বলা হয়, হায়াসিনথের সৌন্দর্য জেফিরাস ও অ্যাপোলোর মধ্যে বিবাদ সৃষ্টি করেছিল। হায়াসিনথ ধনুর্বিদ্যার দেবতা উজ্জ্বলবর্ণ অ্যাপোলোকে বেছে নিলে, জেফিরাস ঈর্ষান্বিত হন। তিনি অ্যাপোলোর ছোঁড়া চাকতিটি উড়িয়ে নিয়ে গিয়ে হায়াসিনথকে আহত করেন এবং তাতেই হায়াসিনথের মৃত্যু হয়। মৃত্যুর পর অ্যাপোলোর বাধায় [[হেডিস]] হায়াসিনথকে পাতালে নিয়ে যেতে পারেননি। অ্যাপোলো হায়াসিনথের নিঃসৃত রক্ত থেকে তার নামে একটি ফুলের গাছ সৃষ্টি করেন। ওভিডের বর্ণনা অনুযায়ী, অ্যাপোলোর চোখের জলে নবসৃষ্ট ফুলের পাপড়িতে তার দুঃখের চিহ্ন অঙ্কিত হয়েছিল। গল্পের একটি স্থানীয় স্পার্টান পাঠান্তর অনুযায়ী, [[আফ্রোদিতি]], [[আথেনা]] ও [[আর্তেমিস]] হায়াসিনথ ও তার বোন [[পোলিবোয়া|পোলিবোয়াকে]] স্বর্গে নিয়ে গিয়েছিলেন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]] 3. 19. 4</ref>
 
স্পার্টানদের অন্যতম প্রধান উৎসব [[হায়াসিনথিয়া|হায়াসিনথিয়ার]] অধিষ্ঠাতা দেবতা ছিলেন হায়াসিনথ। প্রতি বছর গ্রীষ্মকালে এই উৎসব আয়োজিত হত। তিন দিন ধরে চলত এই উৎসব। তিন দিনের মধ্যে এক দিন দিব্য নায়ক হায়াসিনথের মৃত্যু উপলক্ষে শোকপালন করা হত এবং অপর দুই দিন অ্যাপোলো হায়াকিনথিওস রূপে তার পুনর্জন্মের ঘটনাটিকে উদযাপনউদ্‌যাপন করা হত। তবে সম্মানের বিভাজন নিয়ে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে।<ref>As Colin Edmonson points out, Edmonson, "A Graffito from Amykla", ''Hesperia'' '''28'''.2 (April - June 1959:162-164) p. 164, giving bibliography note 9.</ref>
 
== ব্যাখ্যা ==