ক্রোয়েশিয়ায় ইসলাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
[[চিত্র:Islam_in_Croatia.png|থাম্ব| ইসলামের প্রতি বিশ্বাসশীল ব্যক্তিদের হার অনুযায়ী ক্রোয়েশীয় কাউন্টিগুলোর মানচিত্র]]
[[চিত্র:Rijeka_Mosque_3.JPG|ডান|থাম্ব|280x280পিক্সেল| রিজিকার মসজিদ, ২০১৩ সালে শেষ হয়েছে]]
[[খ্রিস্টধর্ম|খ্রীষ্টধর্মের]] পর [[ইসলাম|'''ইসলাম''']] [[ক্রোয়েশিয়া|ক্রোয়েশিয়ার]] দ্বিতীয় বৃহত্তম বিশ্বাস।ধর্ম। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যার ১.৪৭% এই ধর্মের অনুসরণ করে, যেখানে ৯৭% খ্রীষ্টান এবং ২.৫% ধর্মীয়, নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং সন্দেহবাদী নয়।<ref name="autogenerated1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.dzs.hr/Hrv/censuses/census2011/results/htm/H01_01_12/H01_01_12.html|শিরোনাম=Državni zavod za statistiku Republike Hrvatske|প্রকাশক=Dzs.hr|সংগ্রহের-তারিখ=2015-08-27}}</ref>
 
১৫শ থেকে ১৬ শ শতাব্দী পর্যন্ত চলা ক্রোয়েশীয়-উসমানীয় যুদ্ধের সময় [[উসমানীয় সাম্রাজ্য]] ক্রোয়েশিয়ার সাথে প্রথম ইসলামের পরিচয় করিয়ে দেয়। এই সময়ের মধ্যে ক্রোয়েশীয় রাজ্যের কিছু অংশ দখল করা হয় যার ফলে অসংখ্য ক্রোট [[ইসলাম|ইসলাম ধর্ম]] গ্রহণ করে, কিছু [[যুদ্ধ বন্দী|যুদ্ধবন্দী]] নেওয়ার পরে, কিছু দেবসিরমে সিস্টেমের মাধ্যমে। তা সত্ত্বেও, ক্রোটরা এই কয়েক শতাব্দীতে তুর্কিদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করেছিল যার ফলে [[ইউরোপ|ইউরোপের]] উসমানীয় সাম্রাজ্যের পশ্চিমতম সীমান্ত ক্রোয়েশিয়ার মাটিতে গেঁথে যায়। ১৫১৯ সালে ক্রোয়েশিয়াকে পোপ লিও এক্স আন্তেমুরালে ক্রিশ্চিয়ানাইটিস নামে অভিহিত করেন।