ওমর খৈয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nafiul adeeb (আলোচনা | অবদান)
সংশোধন
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox philosopher
|name = ওমর খৈয়াম<br /> {{lang|fa|عمر خیام}}
|caption = ওমর খৈয়ামের আবক্ষ মূরতমূর্তি, নিশাপুর, ইরান
|image = Omar Khayyam2.JPG
|birth_date = ১৮ মে<ref name="britannica"/> ১০৪৮<ref name="NasrRazavi">Professor [[Seyyed Hossein Nasr]] and Professor Mehdi Aminrazavi. “An Anthology of Philosophy in Persia, Vol. 1: From Zoroaster to ‘Umar Khayyam”, I.B. Tauris in association with The Institute of Ismaili Studies, 2007.</ref>
১৮ নং লাইন:
তিনি তার কবিতা সমগ্র, যা ওমর খৈয়ামের রূবাইয়াত নামে পরিচিত, তার জন্য বিখ্যাত। তার কাব্য-প্রতিভার আড়ালে তার গাণিতিক ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়েছে। ধারণা করা হয় [[রনে দেকার্ত|রনে দেকার্তের]] আগে তিনি বিশ্লেষণী জ্যামিতি আবিষ্কার করেন।{{সত্যতা}} তিনি স্বাধীনভাবে গণিতের [[দ্বিপদী উপপাদ্য]] আবিষ্কার করেন। বীজগণিতে ত্রিঘাত সমীকরণের সমাধান তিনিই প্রথম করেন। বহুমুখী প্রতিভার দৃষ্টান্ত দিতে বলা হলে বিশ্বসাহিত্য কিংবা ইতিহাসে যাদের নাম উপেক্ষা করা কঠিন ওমর খৈয়াম তাদের মধ্যে অন্যতম ও শীর্ষস্থানীয়।<ref name="bangla.irib.ir">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=bangla.irib.ir |ইউআরএল=http://bangla.irib.ir/index.php/2010-04-21-08-15-03/64-2010-04-24-07-02-59/18523-2010-05-24-07-41-00.html |সংগ্রহের-তারিখ=২০১০-০৬-০২ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20100526023203/http://bangla.irib.ir/index.php/2010-04-21-08-15-03/64-2010-04-24-07-02-59/18523-2010-05-24-07-41-00.html |আর্কাইভের-তারিখ=২০১০-০৫-২৬ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref><br/>
দর্শন ও শিক্ষকতায় ওমরের কাজ তার কবিতা ও বৈজ্ঞানিক কাজের আড়ালে অনেকখানি চাপা পড়েছে বলে মনে করা হয়। মধ্যযুগের মুসলিম মনীষা [[জামাকসারি]] ওমর খৈয়ামকে “বিশ্ব দার্শনিক” হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে জানা গেছে তিনি নিশাপুরে তিন দশক ধরে শিক্ষকতা করেছেন।<br/>
ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসাবে। এর কারণ তার কবিতা বা [[রুবাই]] এর অনুবাদ এবং তার প্রচারের কারণে। ইংরেজি ভাষী দেশগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়। ইংরেজ মনিষীমনীষী [[টমাস হাইড]] প্রথম অ-পারস্য ব্যক্তিত্ব যিনি প্রথম ওমর কাজ সম্পর্কে গবেষণা করেন। তবে, বহির্বিশ্বে খৈয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেন [[এডওয়ার্ড ফিটজেরাল্ড]]। তিনি খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা [[রুবাইয়্যাতে ওমর খৈয়াম]] নামে প্রকাশ করেন।
 
== জন্ম ও প্রথমপ্রাথমিক জীবন ==
ওমর খৈয়াম জন্ম গ্রহণ করেছিলেন হিজরী পঞ্চম শতকের শেষের দিকে সেলজুক যুগে। তিনি ছিলেন মালিক শাহ সেলজুকের সমসাময়িক। অনেক ইতিহাসবিদের মতে সুলতান মাহমুদের মৃত্যুর কিছু আগে ওমর খৈয়াম জন্ম গ্রহণ করেছিলেন।<ref name="bangla.irib.ir"/> এখনকার ইরানের পুরাতন নাম ছিল পারস্য আর তার রাজধানী ছিল খোরাসান।