অপরাধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:Pierre-Paul Prud'hon - Justice and Divine Vengeance Pursuing Crime.JPG|thumb|250px|বিচারক এবং স্বর্গীয় আত্মা প্রতিশোধের লক্ষ্যে অপরাধীর পশ্চাদ্বাবন হয়ে থাকেন, ১৮০৮ সালে [[পিয়েরে-পল প্রুড'হন]] কর্তৃক অঙ্কিত তৈলচিত্রকর্ম।]]
'''অপরাধ''' বা '''কসুর''' ({{lang-en|Crime, Misdemeanor, Felony}}) হচ্ছে কোন [[ব্যক্তি]] কর্তৃক আইনবিরুদ্ধ কাজ। [[দেশ]] বা [[অঞ্চল|অঞ্চলের]] [[শান্তি]]-শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত [[আইন|আইনের]] পরিপন্থী কার্যকলাপই অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধ গুরুতর কিংবা লঘু - উভয় ধরনেরই হতে পারে। অপরাধের ফলে ব্যক্তিকে [[অর্থদণ্ড]], [[হাজতবাস]] বা [[কারাগার|কারাগারে]] প্রেরণসহ উভয় দণ্ড কিংবা ক্ষেত্রবিশেষে [[প্রাণদণ্ড|প্রাণদণ্ডও]] প্রদান করা হয়ে থাকে। যে বা যিনি অপরাধ করেন বা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তিনি [[অপরাধী]] হিসেবে চিহ্নিত। অপরাধ নিয়ন্ত্রণের জন্য [[আইন প্রয়োগকারী সংস্থা]] হিসেবে [[থানা|থানাসহ]] [[পুলিশ]], [[গোয়েন্দা]] রয়েছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী [[আদালত|আদালতের]] মহামান্য [[বিচারক]] অপরাধীকে প্রয়োজনীয় ও যথোপযুক্ত [[শাস্তি]] দিয়ে থাকেন।
 
সাধারণতঃ অসৎ কর্মে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধের সাথে যুক্ত থাকেন। কিন্তু সাধারণ জনগণও অপরাধের সাথে নিজেকে সংযুক্তি ঘটাতে পারেন। বিপরীতক্রমে [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] আইন অনুযায়ী, মানব নয় এমন ধরনের [[প্রাণী]] অপরাধের সাথে যুক্ত হতে পারে না।<ref>''People v. Frazier'', [http://online.ceb.com/CalCases/CA4/173CA4t613.htm 173 Cal. App. 4th 613] (2009). In this case, the California Court of Appeal explained: "Despite the physical ability to commit vicious and violent acts, dogs do not possess the legal ability to commit crimes."</ref>