বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৩৪ নং লাইন:
ভাইয়া,প্রতিযোগিতার জন্য পর্যাপ্ত ও উপযোগী নিবন্ধ নিবন্ধতালিকাতে কম,তাই আমি চাই আপনার নিবন্ধতালিকার মত একটা তালিকা বানিয়ে কাজ করতে,কিন্তু আমি পেটস্কান দিয়ে নিবন্ধ তালিকা করতে চেষ্টা করে পারিনি।
আপনি যেভাবে করেন সেটা একটু এই ছোটভাইকে শিখিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। [[ব্যবহারকারী:Hasnat Abdullah|Hasnat Abdullah]] ([[ব্যবহারকারী আলাপ:Hasnat Abdullah|আলাপ]]) ১৬:৫৬, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)
:{{re|Hasnat Abdullah}} আমার ধারণা অনুযায়ী, নির্দিষ্ট বিষয়শ্রেণীতে আছে কি নেই এর ভিত্তিতে তালিকা করতে পেটস্ক্যান ব্যবহার হয়। তবে আরো ব্যবহার থাকতে পারে, সেভাবে জানা নেই। আমার তালিকাটি ছিল উইকিউপাত্তে চিত্র আছে কিন্তু উইকিপিডিয়ায় নেই এমন নিবন্ধগুলোর (ধারণাটা দিয়েছিলেন ব্যবহারকারী:Yahya)। এটাতে বিষয়শ্রেণীর বিষয় নেই, তাই পেটস্ক্যান ব্যবহার করি নি। আমি quarry ও wikidata query তে পৃথক কুয়েরি করে প্রাপ্ত ফাইল থেকে [[পাইথন (প্রোগ্রামিং ভাষা)|পাইথনের]] সাহায্যে তালিকা করেছিলাম। তখন যতগুলো ফলাফল পেয়েছিলাম, প্রায় সবগুলোতে চিত্র যোগ করা সম্পন্ন হয়েছে। এরকম নিবন্ধ আর নেই বা থাকলেও অল্প কিছু। হয়তো লক্ষ্য করেছেন, [[Special:PageHistory/ব্যবহারকারী:Ahmad Kanik/খেলাঘর|এখানে]] করা হয়েছে লেখেও পরে আবার তালিকা করেছিলাম। সেটার কারণ ব্যবহারকারী:Nazrul Islam Nahid Majumder আমার তালিকা থেকে বেশকিছু চিত্রনিবন্ধ মূল তালিকায় নিয়েছিলেন, সেটা দেখে আমি আমার তালিকা থেকে সেগুলো বাদ দেই, পরে আবার একজন ব্যবহারকারী মূল তালিকা থেকেও সেগুলো বাদ দেন। সেজন্য পরের কুয়েরিতে ৮৮ টার মত পাওয়া গিয়েছিল। কিন্তু সেটাও তো শেষ। তাই এভাবে আর লাভ হবে না। আর যদি তালিকার থেকে প্রক্রিয়াটাতে আগ্রহী হন, তাহলে বলতে পারেন। তবে সেক্ষেত্রে প্রত্যুত্তর দিতে সময় লাগবে এবং অবসর পেলে প্রত্যুত্তর দিব। কারণ পুরো প্রক্রিয়া লিখে বুঝিয়ে লেখতে আমার বেশ সময় লাগবে। আপনাকে ধন্যবাদ &#8212; <span style="color:#FF9245">AKanik</span> [[User talk:Ahmad Kanik|&#128172;]] ১৭:৫৮, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)
::একটু সময় লাগলেও আপনি প্রক্রিয়াটি শিখিয়ে দিয়েন ভাইয়া। এখান থেকে ফেসবুকে হয়তো ভালোভাবে বলতে পারবেন।তাই আমি আপনাকে ফেসবুকেই নক দিবো কালকে,তখন ধীরে ধীরে শিখিয়ে দিবেন।[[ব্যবহারকারী:Hasnat Abdullah|Hasnat Abdullah]] ([[ব্যবহারকারী আলাপ:Hasnat Abdullah|আলাপ]]) ১৮:১৪, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)
:::আচ্ছা &#8212; <span style="color:#FF9245">AKanik</span> [[User talk:Ahmad Kanik|&#128172;]] ১৮:৩৩, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)