হাঙ্গেরীয় ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ
#WPWPBN #WPWP
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১৪ নং লাইন:
|script=[[লাতিন লিপি]] ([[হাঙ্গেরীয় লিপি|হাঙ্গেরীয়]])
|iso1=hu|iso2=hun|iso3=hun}}
[[চিত্র:Komjati sztpal.jpg|থাম্ব|হাঙ্গেরীয় ভাষার বই]]
'''হাঙ্গেরীয় ভাষা''' (হাঙ্গেরীয়তে magyar ''মজর্‌'') [[হাঙ্গেরি|হাঙ্গেরির]] রাষ্ট্রভাষা। যদিও হাঙ্গেরি [[কেন্দ্রীয় ইউরোপ|কেন্দ্রীয় ইউরোপে]] অবস্থিত, এটি সেই অঞ্চলের ভাষা নয়। হাঙ্গেরির আশেপাশের এলাকার [[ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবার|ইন্দো-ইউরোপীয়]] ভাষার সাথে হাঙ্গেরীয় ভাষার কোনও মিল নেই। হাঙ্গেরীয় ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত খান্তি ও মান্সি ভাষা [[রাশিয়া|রাশিয়ার]] প্রত্যন্ত অঞ্চলে, [[উরাল পর্বতমালা|উরাল পর্বতমালার]] পূর্বে, উত্তর-পশ্চিম [[সাইবেরিয়া|সাইবেরিয়ায়]], হাঙ্গেরি থেকে প্রায় ২,০০০ মাইল দূরে ব্যবহৃত হয়। এই ভাষাগত সম্পর্ক থেকে বোঝা যায় আদি হাঙ্গেরীয় অধিবাসীরা এশিয়া থেকে এসেছিল। তারা উরাল পর্বতমালার পূর্ব ঢালে বসবাস করত। ৫ম-৬ষ্ঠ শতকে তারা পশ্চিমে পাড়ি জমায় এবং ৯ম শতকে [[কার্পেথীয় পর্বতমালা|কার্পেথীয় পর্বতমালার]] পশ্চিমে এসে [[দানিউব নদী|দানিউব নদীর]] তীরে বসতি স্থাপন করে। পরবর্তীতে ধীরে ধীরে তারা [[ইউরোপীয় সংস্কৃতি|ইউরোপীয় সংস্কৃতির]] সাথে মিশে যায়। কেবল তাদের মুখের ভাষাই তাদের এশীয় ঐতিহ্য ধারণ করে রেখেছে।