প্রতিশব্দ (শ্রেণিবিন্যাসবিদ্যা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
চিত্র যোগ #WPWPBN #WPWP
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১ নং লাইন:
[[File:Begonia tetragona-NMNH-00327687.jpg|thumb|''Begonia tetragona'' Irmsch. synonym of ''Begonia acetosella'' Craib. National Museum of Natural History Object Details : Protologue cites type as Henry 10737A. Currently accepted name as cited by Tebbitt, Brittonia 55:22 (2003)]]
[[শ্রেণীবিন্যাসবিদ্যা|শ্রেণীবিন্যাসবিদ্যায়]] '''প্রতিশব্দ''' বলতে কোন নির্দিষ্ট ট্যাক্সন (বা শ্রেণীর) জন্য প্রচলিত নামের পাশাপাশি ঐ ট্যাক্সনের আরও এক বা একাধিক নামকে বোঝায়।<ref name=ICBNsyn>[[#ICBN|''ICBN'']], Appendix VII "Glossary", entry for "synonym"</ref> এমনও হতে দেখা যায় যে এসব প্রতিশব্দ একসময় বহুল ব্যবহৃত ছিল অথবা অনেকের কাছে বৈজ্ঞানিক নাম গৃহীত হয়েছিল কিন্তু বর্তমানে এসব নামের পরিবর্তে অন্য কোন নাম ব্যবহৃত হচ্ছে। তাই বলে সেসব নামের গুরুত্ব হারিয়ে যায় না। কোন ট্যাক্সনের বৈজ্ঞানিক নামের সাথে সাথে তাদের প্রতিশব্দগুলোও অনেক সময় উল্লেখ করা হয়। যেমন- [[১৭৫৮]] সালে [[দ্বিপদ নামকরণ|দ্বিপদ নামকরণের]] জনক [[ক্যারোলাস লিনিয়াস]] [[লাল বনমোরগ|লাল বনমোরগের]] বৈজ্ঞানিক নাম রাখেন ''Phasianus Gallus''। বর্তমানে এ নামটি আর ব্যবহার করা হয় না। লাল বনমোরগের বর্তমান বৈজ্ঞানিক নাম Gallus gallus, আর তার প্রতিশব্দ হল ''Phasianus Gallus''।