২৫টি
সম্পাদনা
অ (116.58.201.9 (আলাপ)-এর করা সম্পাদনাগুলি বাতিল করে Al Riaz Uddin Ripon-এর করা সর্বশেষ সংস্করণে ফেরত: ব্যাখ্যা ছাড়া বিষয়বস্তু সরানো) ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত এসডাব্লিউভিউয়ার [১.৪] |
সম্পাদনা সারাংশ নেই ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
||
মঈন ফারুক
ঘাতপ্রতিঘাত মানুষকে পাথর বানিয়ে দেয়, নতুবা বাক্যবানে বিপর্যস্ত করে তোলে সমগ্র আশপাশ। আর তিনি যখন কোনো কবি সত্তা হন, বিশেষ ভূমিকায় থাকেন, তখন তা আরো বেশি বিচলিত করে তোলে মানুষের মন ও প্রথাসিদ্ধ দিগবলয়কে। অসংলগ্নতাকে ভেঙে নতুন পথের সন্ধান দিতে বলে যান হরবোলার মতো।
মঈন ফারুক। জন্ম ১৯৮৩ সালের ১৭ আগস্ট। জন্মস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ইদিলপুর গ্রামে। প্রথম দশকে প্রকাশ পায় তার মলাটবদ্ধ কবিতা, একই দশকে আরো একটি বই প্রকাশ পায়। দ্বিতীয় দশকে প্রকাশিত হয় দুটি কবিতার বই। ২০২১ এ আসে তার 'কে যেন আছে' কবিতাগ্রন্থটি।
তিনি কবিতাময় একটি জীবন যাপন করে আসছেন গত দুইদশক ধরে। দেখতে দেখতে এবং পড়তে পড়তে লিখতে শুরু করলেও সময় তার লেখা ও চিন্তার মোড় ঘুরিয়ে দিয়েছে। যখন ব্যক্তিগত দুঃখবোধ ও জীবনের বৈপরীত্য সামনে এসে দেয়ালের মতো দাঁড়িয়ে যায়, তখন তিনি নিজেকে বিচ্ছিন্ন করে চলতে থাকেন নিজস্ব পথে। যার ফলে তিনি নিভৃতে ঘুরে বেড়ান খেয়ালের জটিল জগতে, মনোজগতের নানা অলব্ধ জিজ্ঞাসার উত্তর খুঁজতে থাকেন জাগতিক রুটিনের বাইরে গিয়ে, এক মনে নেমে পড়েন অদেখা-অজানা জর্জরিত এ জীবনের মুক্তির উপায় সন্ধানে। মঈন ফারুক যুতসই চিন্তা ও সময়ের বিষয়বৈভবে ঋদ্ধ একজন কবি। জীবনকে দেখেন নিজের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি দিয়ে, সেখানে অফুরন্ত ব্যথা বাজতে থাকে নানা সুরে। চমকপ্রদ বাক্যে তার সেসব কথামালার সীমাহীন আলোড়ন ফুরায় না যেন।
তার কবিতার অঙ্গ এক বিশেষ বৈশিষ্ট্যে অলঙ্কৃত। যা কখনো ছন্দোবদ্ধ, কখনো মুক্ত। পদ্যের গদ্য ঢঙ পূর্বধারণা থেকে বাইরে। অন্তমিল ছাড়াও তিনি মিলিয়ে দিয়েছেন ভিন্নতর সুর তৈরি করে।
ফ্রি-ভার্সের ভেতর সকল ছন্দশৃঙ্খল ভাঙার বিপজ্জনক আবেগ ও বেগ থাকে, মঈন ফারুকও ওই ঝুঁকি নিয়েছেন। ব্যক্তিতার ডানায় ভাসবার এ তরিকা এখন প্রায় তরুণ কবির মধ্যে সুলক্ষিত। তারা পুরাণ পুরাতন প্রচল সব ডিঙোতে চান। বিষয়টি এতো প্রাতিস্বিক যে, কোনো অর্গল ঝুলাতে চাইলে চাইলেও মন চাইবে না কারো।
উপলব্ধির আত্মতা আর কাণ্ডজ্ঞানের লিপ্ততা কবিকেও বসিয়ে রাখে জনকোলাহলের ধারে, কাঙালের বেশে। মঈন ফারুক এর কাব্যিক অবগাহনে সেই ঢেউ আছড়ে পড়ছে। তার বীক্ষণের দৌলত সেকথা বলছে।
মঈন ফারুকের প্রকাশিত বই :
সাদা ফুলদানি (কবিতা)
বৈরী হাওয়া (কবিতা)
অশ্রু গোলাপজলের মতোই সুঘ্রাণ (কবিতা)
এ শহরের মানুষ হাঁটে না রাস্তা হাঁটে (কবিতা)
ক্ষণজন্মা কিংবদন্তী (বায়োগ্রাফি)
কে যেন আছে (কবিতা)
|
সম্পাদনা