অ্যাক্টিনিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md. Abdul Ahad Khan (আলোচনা | অবদান)
Md. Abdul Ahad Khan (আলোচনা | অবদান)
১০৩ নং লাইন:
 
== আবিষ্কারের ইতিহাস ==
[[File:Uraninite-39029.jpg|upright=0.70|thumb|ইউরেনাইট বা পিচব্লেন্ড আকরিক]]
[[মারি কুরি]], [[পিয়ের কুরি]] এবং তাদের দল [[পিচব্লেন্ড]] নামক [[ইউরেনিয়াম]] আকরিক থেকে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। এই দুটি মৌল আবিস্কারের পর তারা মত ব্যক্ত করেন, এর পরও সেই আকরিকে অন্য মৌল থাকতে পারে। আসলেই আছে কি নেই, তা গবেষণার দায়িত্ব দেয়া হয় কুরিদেরই সহ-গবেষক [[অঁদ্রে-লুই দ্যবিয়ের্ন]]-কে। কয়েকশ' গ্রাম ইউরেনিয়াম আকরিক নিয়ে দ্যবিয়ের্ন নিষ্কাশন কাজ শুরু করেন। রেডিয়াম, পোলোনিয়াম ও ইউরেনিয়াম নিষ্কাশনের পর তিনি অবশিষ্ট যে স্বল্প পরিমাণ পদার্থ পান তার সক্রিয়তা ছিল ইউরেনিয়ামের ১০০,০০০ গুণ। দ্যবিয়ের্ন প্রথমে মনে করেছিলেন, নতুন এই পদার্থটির সাথে [[টাইটেনিয়াম|টাইটেনিয়ামের]] রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য আছে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |শিরোনাম = Sur un nouvelle matière radio-active |প্রথমাংশ = André-Louis |শেষাংশ = Debierne |সাময়িকী = Comptes Rendus |খণ্ড = 129 |পাতাসমূহ = 593–595 |তারিখ = 1899 |ইউআরএল = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3085b/f593.table |ভাষা=French}}</ref> কিন্তু পরবর্তীকালে এর সাথে [[থোরিয়াম|থোরিয়ামের]] সাদৃশ্যের বিষয়টি তিনি বুঝতে পারেন এবং নিজের পূর্বমত পরিবর্তন করেন।
 
[[মারি কুরি]], [[পিয়ের কুরি]] এবং তাদের দল [[পিচব্লেন্ড]] নামক [[ইউরেনিয়াম]] আকরিক থেকে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। এই দুটি মৌল আবিস্কারের পর তারা মত ব্যক্ত করেন, এর পরও সেই আকরিকে অন্য মৌল থাকতে পারে। আসলেই আছে কি নেই, তা গবেষণার দায়িত্ব দেয়া হয় কুরিদেরই সহ-গবেষক [[অঁদ্রে-লুই দ্যবিয়ের্ন]]-কে। কয়েকশ' গ্রাম ইউরেনিয়াম আকরিক নিয়ে দ্যবিয়ের্ন নিষ্কাশন কাজ শুরু করেন। রেডিয়াম, পোলোনিয়াম ও ইউরেনিয়াম নিষ্কাশনের পর তিনি অবশিষ্ট যে স্বল্প পরিমাণ পদার্থ পান তার সক্রিয়তা ছিল ইউরেনিয়ামের ১০০,০০০ গুণ। দ্যবিয়ের্ন প্রথমে মনে করেছিলেন, নতুন এই পদার্থটির সাথে [[টাইটেনিয়াম|টাইটেনিয়ামের]] রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য আছে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |শিরোনাম = Sur un nouvelle matière radio-active |প্রথমাংশ = André-Louis |শেষাংশ = Debierne |সাময়িকী = Comptes Rendus |খণ্ড = 129 |পাতাসমূহ = 593–595 |তারিখ = 1899 |ইউআরএল = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3085b/f593.table |ভাষা=French}}</ref> কিন্তু পরবর্তীকালে এর সাথে [[থোরিয়াম|থোরিয়ামের]] সাদৃশ্যের বিষয়টি তিনি বুঝতে পারেন এবং নিজের পূর্বমত পরিবর্তন করেন।
[[File:Uraninite-39029.jpg|upright=0.70|thumb|ইউরেনাইট বা পিচব্লেন্ড আকরিক]]
এভাবেই থোরিয়ামের সাথে রাসায়নিক সাদৃশ্যপূর্ণ নতুন একটি মৌলের কথা প্রথম প্রচারিত হয়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |শিরোনাম = Sur un nouvelle matière radio-actif – l'actinium |প্রথমাংশ = André-Louis |শেষাংশ = Debierne |সাময়িকী = Comptes Rendus |খণ্ড = 130 |পাতাসমূহ = 906–908 |তারিখ = 1900–1901 |ইউআরএল = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3086n/f906.table |ভাষা=French}}</ref> [[১৮৯৯]] সালের বসন্ত ঋতুতে দ্যবিয়ের্ন নতুন এই মৌল আবিষ্কারের কথা ঘোষণা করেন এবং এর নাম দেন অ্যাক্টিনিয়াম। অধিকাংশ পাঠ্যবইতে [[১৮৯৯]] সালকে অ্যাক্টিনিয়াম আবিস্কারের তারিখ হিসেবে উল্লেখ করা হলেও তা সম্পূর্ণ ঠিক বলে ধরে নেয়া যায় না। কারণ বিশুদ্ধ মৌলটি কিন্তু আরও অনেক পরে নিষ্কাশিত হয়েছিল। দ্যবিয়ের্ন যে ঠিক অ্যাক্টিনিয়াম আবিষ্কার করতে পারেন নি তার প্রমাণ পাওয়া যায়। যেমন: প্রকৃত অ্যাক্টিনিয়ামের সাথে থোরিয়ামের সাদৃশ্য খুব কম যদিও দ্যবিয়ের্ন তা-ই উল্লেখ করেছিলেন। এছাড়া দ্যবিয়ের্ন-এর মতে অ্যাক্টিনিয়াম ছিল আলফা-বিকিরক পদার্থ যার তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে ১০০,০০০ গুণ বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এটি মৃদু বিটা-বিকিরক পদার্থ। অ্যাক্টিনিয়াম কর্তৃক বিকীর্ণ বিটা রশ্মির শক্তি খুব কম হওয়ায় তা শনাক্ত করা সহজ ছিল না, বিশেষত দ্যবিয়ের্নের সময়কার তেজস্ক্রিয়ামিতি যন্ত্র দ্বারা তা-তো একেবারেই অসম্ভব ছিল।