তথ্যব্যবস্থা বিজ্ঞান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Your Poltergeist O3 (আলোচনা | অবদান)
#WPWP #WPWPBN
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:Faculty of Informatics, Masaryk University, front.jpg|থাম্ব|তথ্যবিজ্ঞানের একটি অনুষদ]]
ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে '''তথ্যব্যবস্থা বিজ্ঞান''' ({{lang-en|Informatics}}) বলতে যে মানবনির্মিত যান্ত্রিক পরিগণন ব্যবস্থাসমগ্র (কম্পিউটিং সিস্টেমস) ব্যবহার করে কোনও বৈজ্ঞানিক বা পেশাগত ক্ষেত্র থেকে ইলেকট্রনীয় যন্ত্রপাতি ও কম্পিউটারভিত্তিক তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিনিয়ত অর্জিত-সংগৃহীত-উৎপাদিত ও  উপাত্তাধারে (ডাটাবেস) রক্ষিত বিপুল পরিমাণ উপাত্ত, তথ্য ও জ্ঞান অধ্যয়ন, মূল্যায়ন, প্রক্রিয়াজাতকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, দ্রুত স্থানান্তরণ, উদ্ধরন ও বিশ্লেষণ করা হয় এবং ঐ ব্যবস্থাসমগ্রের সাথে আন্তঃক্রিয়াশীল বিভিন্ন শ্রেণীর মানব ব্যবহারকারীদের কাছে ঐসব তথ্য-উপাত্ত দক্ষতার সাথে ও কার্যকারীভাবে বিতরণ ও উপস্থাপন করা হয়, সেই ব্যবস্থাসমগ্রের নকশা, গঠনকাঠামো ও আচরণ কীরকম হয় ও এর ভেতরে মানব ও যন্ত্রের আন্তঃক্রিয়া কীভাবে ঘটে, এ সবকিছুকে অধ্যয়নকারী বিজ্ঞানকে বোঝানো হয়। তথ্যব্যবস্থা বিজ্ঞানে মানুষ, তথ্য ও প্রযুক্তি (বিশেষত যান্ত্রিক পরিগণন বা কম্পিউটিং প্রযুক্তি) - এই তিনের মেলবন্ধন ঘটেছে। তথ্যব্যবস্থা বিজ্ঞানের উদ্দেশ্য বা লক্ষ্য হল যান্ত্রিক পরিগণন প্রযুক্তির সহায়তা নিয়ে তথ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, যাতে তা মানুষের সর্বোচ্চ উপকারে আসে।<ref>{{Citation |title=A Dictionary of Computer Science |edition=৭ম |year=2016 |editor= Andrew Butterfield, Gerard Ekembe Ngondi, ও Anne Kerr |publisher=Oxford University Press}}</ref> এই সংজ্ঞা অনুযায়ী তথ্যব্যবস্থা বিজ্ঞানের সাথে যান্ত্রিক পরিগণন বিজ্ঞান তথা কম্পিউটার বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। একই কারণে [[তথ্য বিজ্ঞান]] ও তথ্যব্যবস্থা বিজ্ঞানের মধ্যে সুক্ষ্মসূক্ষ্ম পার্থক্য রয়েছে। [[তথ্য বিজ্ঞান]] ক্ষেত্রটিতে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তথ্যের প্রকৃতি ও আচরণ নিয়ে গবেষণা করা হয়, যার সাথে ইলেকট্রনীয় ও কম্পিউটার ব্যবস্থা ছাড়াও গণিত, যুক্তিবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, সঙ্কেতবিজ্ঞান, চিত্রলৈখিক শিল্পকলা, পরিচালন বিদ্যা, যোগাযোগ বিদ্যা, ব্যবস্থাপনা, ইত্যাদি বিভিন্ন শাস্ত্রের সম্পর্ক আছে।<ref>Borko, H. (1968). Information science: What is it? ''American Documentation'' 19(1), 3¬5.</ref>
 
কোন্‌ বৈজ্ঞানিক ক্ষেত্র বা পেশাগত ক্ষেত্রের উপর প্রযুক্ত হচ্ছে, তার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের তথ্যব্যবস্থা বিজ্ঞান রয়েছে। যেমন জৈবিক তথ্যগুলির জন্য [[জৈব তথ্যব্যবস্থা বিজ্ঞান]], চিকিৎসাগত তথ্যের জন্য [[চিকিৎসা তথ্যব্যবস্থা বিজ্ঞান]], জনস্বাস্থ্যগত তথ্যের জন্য [[জনস্বাস্থ্য তথ্যব্যবস্থা বিজ্ঞান]], স্নায়বিক জৈব তথ্যের জন্য [[স্নায়ু তথ্যব্যবস্থা বিজ্ঞান]], ভূতাত্ত্বিক তথ্যাবলির জন্য [[ভূ-তথ্যব্যবস্থা বিজ্ঞান]] এবং রাসায়নিক যৌগ ও বিক্রিয়া সংক্রান্ত তথ্যাবলির জন্য [[রাসায়নিক তথ্যব্যবস্থা বিজ্ঞান]] রয়েছে।<ref>{{Citation |title=Oxford Dictionary of Biochemistry and Molecular Biology |edition=২য় |year=2006 |editor=Richard Cammack et al. |publisher=Oxford University Press}}</ref>