লাউয়াছড়া জাতীয় উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১২ নং লাইন:
| Wild Life = উল্লুক, মুখপোড়া হনুমান, বানর, বার্কিং ডিয়ার, বনমোরগ, মেছোবাঘ, অজগর, ভাল্লুক এবং নানা প্রজাতির পাখি }}
 
[[বাংলাদেশ|বাংলাদেশে]] [[চিরহরিৎ বনাঞ্চল|চিরহরিৎ বনাঞ্চলের]] যেটুকু অবশিষ্ট আছে তার মধ্যে '''লাউয়াছড়ার সংরক্ষিত বনাঞ্চল''' অন্যতম। বর্তমান [[মৌলভীবাজার জেলা]]র [[কমলগঞ্জ উপজেলা]]য় অবস্থিত এই বনাঞ্চলকেবনাঞ্চলে ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করাপ্রতিষ্ঠিত হয়। মাত্র ১২৫০ হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর।<ref>লাউয়াছড়া উদ্যানে বাংলাদেশ বন বিভাগ কতৃপ স্থাপিত তথ্য বোর্ড।</ref> বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করে। <ref>[http://209.85.129.132/search?q=cache:o9tjwuGzTIQJ:www.ruffordsmallgrants.org/files/Reza-RSG%2520Report_Oct%25202007.pdf+Lawachara+Rain+Forest&cd=76&hl=bn&ct=clnk&gl=bd&client=firefox-a Applied Research and Conservation of the Herpetofauna in Bangladesh]</ref>বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লূক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।
 
নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বর্ষাবন বা রেইন ফরেষ্টের মত এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উচু হয়ে থাকে, এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মত সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়েনা বললেই চলে।