ন্যানোপ্রযুক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংজ্ঞা সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
১৪ নং লাইন:
 
== ন্যানোপ্রযুক্তি কী? ==
{{গল্প}}
ন্যানো একটি মাপার একক। [[ম্যাট্রিক একক]] এর শুরুটা হয়েছিল ১৭৯০ সনে ফ্রান্সে। [[ফ্রান্স জাতীয় পরিষদ]] এককগুলিকে সাধারণ করবার জন্য কমিটি গঠন করে এবং তারাই প্রথম [[ডেসিমাল]] কিংবা দশ একক এর ম্যাট্রিক পদ্ধতির প্রস্তাব করেন। এবং দৈর্ঘ্যের একক এক [[মিটার]] এর সূচনা করেন। তারা পৃথিবীর পরিধির ৪০,০০০,০০০ ভাগের এক ভাগকে এক মিটার বলেন। মিটার শব্দটি [[গ্রিক]] শব্দ metron থেকে এসেছে যার অর্থ হল, পরিমাপ। এছাড়া মিটার এর ১০০ ভাগের এক ভাগকে [[সেন্টিমিটার]] বলা হয়। ১৭৯৩ সনে ফ্রান্সে আইন করে তা প্রচলন করা হয়। ১৯৬০ সনে এই মিটার এর সংজ্ঞা পরিবর্তন করা হয়। [[ক্রিপটন ৮৬]] এর কমলারঙের [[রেডিয়েশন]] এর [[তরঙ্গদৈর্ঘ্য|তরঙ্গদৈর্ঘ্যের]] ১,৬৫০,৭৬৩.৭৩ ভাগের এক ভাগকে মিটার বলা হয়। ১৯৮৩ সনে মিটার এর সংজ্ঞা পুনরায় পরিবর্তিত করা হয়, বর্তমান সংজ্ঞা অনুযায়ী, বায়ুশুন্যে আলোর গতির ২৯৯,৭৯২,৪৫৮ ভাগের এক ভাগকে মিটার বলা হয়। এই মিটার এর ১,০০০,০০০,০০০ (১০০ কোটি) ভাগের এক ভাগকে [[ন্যানোমিটার]] বলা হয়। ন্যানো শব্দটি গ্রিক nanos শব্দ থেকে এসেছে যার অভিধানিক অর্থ হল dwarft কিন্তু এটি মাপের একক হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর এই ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি গুলি সর্ম্পকিত সেগুলিকেই বলে ন্যানোপ্রযুক্তি।