ব্যবহারকারী:Aishik Rehman/@/profile: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১৩৭ নং লাইন:
 
== পছন্দ-অপছন্দ ==
আমার দুর্বলতার মধ্যে অন্যতম হল পছন্দের বিষয় ঠিক করতে পারিনা। একটা শার্ট কিনতে গেলে ঘাম ছুটে যায়, তবে শার্ট পছন্দ করতে পারি না। কাউকে এখনো জীবনসঙ্গী রূপেও পছন্দ হয়নি। প্রেমিক/প্রেমিকার সাথে অর্থনীতি , রাজনীতি , সমাজতন্ত্র , প্রজাতন্ত্র , গণতন্ত্র , মার্ক্সবাদ , নারীবাদ , শিক্ষা , শিল্প , সাহিত্য , বানিজ্য , ঈশ্বরবাদ , মহাকাশ , সৌরজগত , প্রােগ্রামিং , ধর্ম , অধর্ম , আস্তিক্যবাদ , নাস্তিক্যবাদ , স্বাস্থ্য সচেতনতা , জলবায়ুর পরিবর্তন , ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে তাকে আমার চাই না। আসলে সেরকম কাউকে পাইনা!! আজকাল আমার প্রত্যাশার মতো এমন ছেলে কিবাছেলেমেয়ে কোনটাই পাওয়া যায় না। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে ।কিন্তু অবাক লাগে মানুষ গুলো যতো তাড়াতাড়ি জীবনে আসে, ঠিক ততোটা তাড়াতাড়ি চলে যায়। এরা কোনো কষ্ট দেয় না, শুধু কিছু স্মৃতি করে রাখার মুহুর্ত দিয়ে যায়। জানি না …….কেননা……কেন? রবীন্দ্রসঙ্গীতের প্রতি আলাদা একটা টান আছে। ইংরেজি গান একটু বেশিই শোনা হয় আজকাল। প্রিয় ফুল বলতে কচুরিপানা ছাড়া কিছু খুঁজে পাইনি। রাতের বেলা একা রাস্তায় হাঁটতে ভালো লাগে। এক দিন ওদিনও মিস হয়না প্রতিদিন এটা করি। পেকে যাওয়ার আগ পর্যন্ত ধানক্ষেত ভালো লাগে, সরিষা ও কচুক্ষেতও ভালো লাগে; পাটক্ষেতের বিষয়টা নিয়ে সন্দিহান, শৈশবে এটাকে কিন্তুভীষণ কচুক্ষেতভয় ভালোলেগেনা।পেতাম। কেউ ভুল বুঝলে মন প্রচন্ডপ্রচণ্ড খারাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে মন চায়না। মা-বাবাকে আমি যতোটা ভালোবাসি, তারা আমাকে আরও বেশি ভালোবাসে। প্রিয় রংয়ের নাম জানি না, তবে রংটা চিনি। সবাই আমাকে ন্যায়ালঙ্কার ও বিদ্যালঙ্কার ভাবে! তারা আমার কাছে কাজ চাইতে আসে, আশ্চর্য!! এদেরকেই আমার সবচেয়ে বোকা মনে হয়, তবে বিষয়টা আমার ভালোই লাগে।