বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
→‎বিষয়শ্রেণী: নতুন অনুচ্ছেদ
৬১ নং লাইন:
 
একটু ধীরে, বুঝে শুনে। গহনা বিষয়শ্রেণী শুধু বাংলাদেশের নয়, অন্যসব জায়গায়। মাসুদ পারভেজ দেখুন বাংলাদেশী অভিনেতা বিষয়শ্রেণী রয়েছে। তাড়াহুড়ো এবং না বুঝে বিষয়শ্রেণী তৈরি করবেন না। অনুরোধ রইলো।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৬:৫০, ২৯ অক্টোবর ২০০৯ (UTC)
 
:বিষয়শ্রেণীর ওপর আপনার কাজের জন্য কৃতজ্ঞতা। তবে বিষয়শ্রেণী তৈরি ও বণ্টনের ক্ষেত্রে একটু বিবেচনা করার অনুরোধ। যে বিষয়শ্রেণীতে নিবন্ধটি সংযোজন করতে চাচ্ছেন, তাতে আসলেই ওই নিবন্ধটি যায় কী না? যেমন: টাক "শারীরস্থান" বা অ্যানাটমি'র অন্তর্গত নয়। আবার "অমনিবাস" সরাসরি বই বিষয়শ্রেণীতে পড়ে না। আপনি এর জন্য দেখতে পারেন, অমনিবাস কী ধরনের বই, সে হিসেবে এটি সে নামের বিষয়শ্রেণীতে যাওয়া উচিত। অর্থাৎ, অমনিবাস হচ্ছে আসলে বইয়ের একটা প্রকার। তাই এটি যাওয়ার কথা প্রকারভেদ অনুযায়ী বইয়ের আওতায়। আর বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে বিষয়শ্রেণীতে কিছু লেখার প্রয়োজন নেই, আপনি যেমন বিষয়শ্রেণীর অন্তর্গত অতৈরিকৃত মূল নিবন্ধ শিরোনামটি লিখে দিয়েছেন, এমনটি প্রয়োজন নেই। বিষয়শ্রেণীতে শুধু মাত্র যে বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণী করতে চান, সেটাই <nowiki>[[বিষয়শ্রেণী:বিষয়শ্রেণীর নাম]]</nowiki> লিখে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। পরামর্শটি খেয়াল রাখার অনুরোধ। আর, কোনো প্রশ্ন বা অবোধগম্যতায় আমার আলাপ পাতায় নিসঙ্কোচে প্রশ্ন রাখুন। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১৩:২৩, ২৯ অক্টোবর ২০০৯ (UTC)